প্রচারে প্রধান মুখ কয়েকশো ছাত্র ছাত্রী, প্রসঙ্গত এ বিষয়ে হাওড়া ডোমজুড় দক্ষিণবাড়ি হাই স্কুলের শিক্ষক রাকেশ চন্দ্র জানান, গত কয়েকদিন আগে স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী প্রচার অনুষ্ঠিত হয় হাওড়া পুলিশ কমিশনারেটের নির্দেশে ডোমজুড় থানার উদ্যোগে, পরবর্তী সময় থেকে দিন কয়েকের মধ্যেই আমূল পরিবর্তন এলাকায়, কারণ প্রচারে ছাত্র-ছাত্রীরা প্রধান ভূমিকায় ছিল তারা ব্যানার পোষ্টার হাতে এলাকার মানুষকে সচেতন করতে পথে নেমেছিল, এলাকার মানুষের মনে সচেতনতার ছাপ রাস্তাঘাট নির্জন এলাকায় যেখানে মাদকাসক্ত মানুষের আনাগোনা দেখা যেতো তা দিন কয়েকই কমে গিয়েছে অনেকটা।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা! বাইক ও স্কুটিকে ধাক্কা প্রাইভেট কারের! নিহত এক
এক স্কুল ছাত্রের কথায়, আগে স্কুলে আসা ও যাওয়ার পথে বেশ কিছু লোক যাদের দেখে বোঝা যেত মাদক আসক্ত অনেক সময় রাস্তা ঘাটে ঘোরাফেরা করছে মাদকদ্রব্য নিয়ে। তারা আমাদের দেখে লজ্জাবোধ করছে, মনে হয় প্রচারের মাধ্যমে কিছুটা পরিবর্তন।
আরও পড়ুনঃ একাধিক বার আবেদন করেও মেলেনি সরকারি পরিষেবা! ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ
নেহা পাগড়ে নামে এক ছাত্রী জানায়, পাড়ার কাকা জেঠারা এই প্রচারের পর থেকেই জিজ্ঞেস করছে কি ক্ষতি হয় মাদকাসক্ত হলে এবং অনেকেই তা শুনে সচেতন হয়েছে। দক্ষিণ বাড়ি হাই স্কুলের শিক্ষক বিকাশ মাখালে জানান, শিক্ষাই বদলাতে পারে সমাজের রূপ, ছাত্রদের দিয়ে প্রচার যে উদ্দেশ্য নিয়ে তা সফলতা পাবে আশা রাখা যায়।
RAKESH MAITY