Howrah: মর্মান্তিক পথ দুর্ঘটনা! বাইক ও স্কুটিকে ধাক্কা প্রাইভেট কারের! নিহত এক

Last Updated:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটি চালকের। হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের পাকুরিয়া ব্রিজে পরপর একটি বাইক ও একটি স্কুটিতে সজোরে ধাক্কা দিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে একটি প্রাইভেট কার, স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের।

#হাওড়া:  মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটি চালকের। হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের পাকুরিয়া ব্রিজে পরপর একটি বাইক ও একটি স্কুটিতে সজোরে ধাক্কা দিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে একটি প্রাইভেট কার, স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। গুরুতর আহত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাইক আরোহী কে। ১৬ নম্বর জাতীয় সড়কের ধরে ডানকুনি থেকে কলকাতা দিকে আসার পথে পাকুরিয়া ব্রিজ সংলগ্ন দূর্ঘটনা। পর পর একটি বাইক ও একটি স্কুটিকে ধাক্কা মারে একটি প্রাইভেট কার। পরে ওই প্রাইভেট কার একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। সূত্রে জানা গেছে, এই ঘটনায় স্কুটি চালক ঘটনাস্থলেই মারা যান এবং বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক,
ঘটনা খবর পেয়ে ছুটে আসেন কর্মরত নিবরা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। দ্রুত আহতদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানা গেছে দ্রুত গতি ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও স্কুটি চালককে ধাক্কা মারে। তাদের ধাক্কা মেরে রাস্তার ধারে থাকা ল্যাম্পপোস্টে গিয়েও ধাক্কা মারে ওই প্রাইভেটে কার।
advertisement
আরও পড়ুনঃ এ কি অবস্থা হাসপাতালে! গোটা চত্বর যেন গরু ছাগলের খোঁয়ার!
ঘটনা ঘটা মাত্র প্রাণে বাঁচতে পলাতক ওই গাড়ির চালক। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় বাইক ও প্রাইভেট কার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পলাতক প্রাইভেটে কারের চালক, ইতিমধ্যে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো। সম্পূর্ণ ঘটনা তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।
advertisement
advertisement
 
RAKESH MAITY
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: মর্মান্তিক পথ দুর্ঘটনা! বাইক ও স্কুটিকে ধাক্কা প্রাইভেট কারের! নিহত এক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement