TRENDING:

Howrah: হার মানাতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা! রিমোর লক্ষ্য নর্থ চ্যানেল

Last Updated:

হার মানাতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ইতিমধ্যেই ইংলিশ চ্যানেল পার করেছেন সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : হার মানাতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ইতিমধ্যেই ইংলিশ চ্যানেল পার করেছেন সে। পার করেছেন ক্যাটালিনা চ্যানেল। সাফল্যের ঝুলিতে রয়েছে অজস্র জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাঁতার প্রতিযোগিতার সেরার শিরোপা। ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেলের পর এবার ইউরোপের নর্থ চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে সোমবার ইউরোপ পাড়ি দিচ্ছেন হাওড়ার রিমো সাহা। হাওড়ার সালকিয়ার বাসিন্দা রিমো শারীরিকভাবে বিশেষ সক্ষম। পোস্ট পোলিও সমস্যার জেরে রিমোর ডান পা'য়ের ৮০% প্রায় অকেজো। সেই নিয়েই তিনি ইউরোপের নর্থ চ্যানেল পারাপারের স্বপ্ন নিয়ে নামছেন।
advertisement

রিমো জানিয়েছেন, নর্থ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যস্থিত চ্যানেলটির দৈর্ঘ্য প্রায় ৩৮-৪২ কিমি। বাধা বলতে সুমেরু মহাসাগরের ভীষণ ঠান্ডা জল আর জেলিফিশের আধিপত্য এই চ্যানেলে। তিনি জানান, সাঁতার শুরু হবে নর্থ আয়ারল্যান্ডের ডোনাগারি থেকে, শেষ হবে স্কটল্যান্ডে। সময় লাগবে প্রায় ১২-১৪ ঘন্টা।  তিনি আরও জানান, চ্যানেল কর্তৃপক্ষের তরফে ১৭-২২ শে সেপ্টেম্বরের মধ্যে তাকে স্লট দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই তাকে নর্থ চ্যানেল জয়ের লক্ষ্যে নামানো হবে। ২০০৪ সালে সাঁতারে রিমোর কেরিয়ার শুরু।

advertisement

আরও পড়ুনঃ অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পঞ্চায়েতের তৎপরতায় ফিরল আলো

১৮ বছরের সাঁতার জীবনে ১৬ বার ন্যাশানাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে সে অংশ নিয়েছে। ঝুলিতে রয়েছে ৫১ টি স্বর্ণপদক, ৩৮ টি রৌপ্যপদক, ৫ টি ব্রোঞ্জ সহ আরও অজস্র রেকর্ড। ২০০৯ সালে ওয়ার্ল্ড গেমসে রূপো জয়ের পাশাপাশি ২০১০ সালে ভারতে অনুষ্ঠিত দিল্লি কমনওয়েলথেও সে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রতিদ্বন্দ্বিতা করেছে প্যারা এশিয়ান গেমসেও। কিন্তু তারপরে কিছুটা সময় আর্থিক ও নানা কারণে সে সাঁতার প্রতিযোগিতা থেকে দূরে সরে যায়। ২০১৫ সালে ফের নিজের যাত্রা শুরু করে রিমো।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রশাসনের ভরসায় না থেকে চাঁদা তুলে কাঠের সেতু মেরামত করলেন গ্রামবাসীরা

তবে এবার আর প্রতিযোগিতা নয়, ওপেন ওয়াটার সুইমিং নামে সালকিয়ার এই একরত্তি যুবক। ২০১৮ সালে ইংলিশ চ্যানেল, ২০১৯ সালে ক্যাটলিনার পর ২০২০ সালে নর্থ চ্যানেলের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছিল রিমো। কিন্তু বাধ সাধে কোভিড। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে স্বপ্নপূরণের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন রিমো। তবে রিমোর আক্ষেপ, এই স্বপ্নপূরণের লড়াইয়ে তিনি কোনো স্পনসর ও সরকারি কোনো আর্থিক সহযোগিতা তিনি এখনো পাননি। ইউরোপ উড়ে যাওয়ার আগে শনিবার রিমোর সাথে দেখা করে তাকে শুভেচ্ছা জানান হাওড়া জেলার অন্যতম স্বেচ্ছাসেবী 'আমতা স্বপ্ন দেখার উজান গাঙ'-এর সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: হার মানাতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা! রিমোর লক্ষ্য নর্থ চ্যানেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল