জল জমার প্রতিবাদে বুধবার সকাল থেকে বাউড়িয়া ফোর্টগ্লাস্টার সি ব্লকের কয়েকশো মানুষের দাবী এই সমস্যা সমাধানে। এলাকার মানুষের অভিযোগ অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। জমা জল দিন দিন বেড়ে চলেছে। রাস্তা থেকে মানুষের বাড়িতে পৌঁছেছে জল। বাচ্চা বুড়ো রয়েছে বাড়িতে, তাদের পক্ষে আরও বিপজ্জনক।
আরও পড়ুন ঃ বিশাল আকৃতির বটগাছ অঙ্কন করে ইতিহাস গড়তে চান শিল্পী! বাধা অর্থ
advertisement
একটু বৃষ্টি হলেই নিকাশি বেহাল অবস্থার কারণে জমছে জল এতেই নানা রোগ দেখা দিতে পারে। মূলত বর্ষা শুরুতেই এমন ঘটনা। গোটা বর্ষা সামনে তাতেই আতঙ্কে রয়েছে তারা। তার জেরেই এদিনের এই বিক্ষোভ স্থানীয় মহিলাদের। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টিতেই জল জমে যায়। স্থানীয় পৌর প্রতিনিধিদের বারবার জানিয়েও জল জমার সমস্যার কোন স্থায়ী সমাধান হয়নি ।জলমগ্ন হওয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথ অবরোধ স্থানীয় মহিলাদের। দীর্ঘক্ষণ জমা জলের কারণে মানুষের শরীরের সমস্যাটা পাশাপাশি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই দিক গুরুত্ব রেখে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর স্বপ্না সেন উপযুক্ত সহযোগিতার আশ্বাস দেন।
রাকেশ মাইতি