Howrah News: বিশাল আকৃতির বটগাছ অঙ্কন করে ইতিহাস গড়তে চান শিল্পী! বাধা অর্থ

Last Updated:

পৃথিবী বিখ্যাত বটগাছের আদলে ছবি এঁকে ইতিহাস গড়তে অর্থনৈতিক বাধার মুখে শিল্পী। শিল্পী প্রণব নন্দি ২০১১-১২ সাল নাগাদ প্রায় ১৪৫০ ফুট ক্যানভাস কাপড়ের উপর পৃথিবীর সব থেকে বড় ছবি অঙ্কনে উদ্যোগ নেয়।

+
title=

হাওড়া: পৃথিবী বিখ্যাত বটগাছের আদলে ছবি এঁকে ইতিহাস গড়তে অর্থনৈতিক বাধার মুখে শিল্পী। আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে রয়েছে প্রায় ২৫০ বছর প্রাচীন বটগাছ। বিশাল আকৃতির বটগাছ শাখা-প্রশাখা মেলে বিশালাকার। হাওড়া তথা দেশের মানুষের কাছে গর্বের এই বটবৃক্ষ। শিল্পী প্রণব নন্দি ২০১১-১২ সাল নাগাদ প্রায় ১৪৫০ ফুট ক্যানভাস কাপড়ের উপর পৃথিবীর সব থেকে বড় ছবি অঙ্কনে উদ্যোগ নেয়।
এই ছবি অঙ্কনের পর স্থান পাবে ইতিহাসের পাতায়। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বট গাছের অনুকরণের ছবি দেখবে সারা বিশ্বের মানুষ। সেই উদ্দেশ্য নিয়ে ছবি আঁকার কাজ শুরু হয়েছিল। বর্তমান সময় থেকে ঠিক ১১-১২ বছর আগে। ছবি অঙ্কন শুরুতে কয়েক মাস অক্লান্ত পরিশমে তৈরি হয় প্রায় ৩০০ ফুট ছবি। তারপর দেখা দেয় অর্থনৈতিক সমস্যা।
advertisement
আরও পড়ুন ঃ হুগলি নদীতে জাহাজ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে গিয়ে ধাক্কা
ক্যানভাস কাপড়ে চারকোলের সাহায্যে ছবি অঙ্কন করা হবে। তারপর ছবি সুরক্ষিত রাখতে আঁকা কাপড়ের ওপর স্প্রে করা হবে। ৩০০ ফুট ক্যানভাস কাপড়ের উপর ছবি আঁকতে খরচ প্রায় ৩০ হাজার টাকা। চারকোলে ছবি আঁকা শেষে কাপড়ের ওপর স্প্রে। তবে স্প্রে করতেই বহু টাকা খরচ।
advertisement
advertisement
১০-১২ বছর ধরে বহু চেষ্টা করেও কোনভাবে পথ খুঁজে পাচ্ছেন না শিল্পী। ১৪৫০ ফুট লম্বা এবং চওড়া প্রায় ছয় থেকে সাত ফুটব কাপড়। খরচ প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। অর্থনৈতিক সমস্যায় থমকে পড়েছে শিল্পকর্ম। এ প্রসঙ্গে শিল্পী প্রণব নন্দি জানান, “বিশাল আকৃতির এই ছবি যা বিশ্ব রেকর্ড হবে। দেশের গর্ব এই বটগাছ। বট গাছের অনুকরণে ছবি। ফুটে উঠবে ১৪৫০ ফুট দীর্ঘ ক্যানভাস কাপড়ে।”
advertisement
আরও পড়ুন ঃ  শ্রাবণে ছন্দে বর্ষা! সারাদিন অবিরাম হালকা-মাঝারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণের জেলা
তারপর তিনি যোগ করেন, “সাদা কাপড়ের ওপর কালো চারকোল দিয়ে ছবি অঙ্কন। ছবি আঁকা সম্পূর্ণ হলে টিকিয়ে রাখতে তার উপর স্প্রে। সব মিলিয়ে বিপুল পরিমাণ খরচ। এই খরচ নিজের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। সরকারি বা বেসরকারি ভাবে কোনও সহযোগিতা পেলে পুনরায় ইতিহাস তৈরি করার কাজ শুরু হবে।” সেই আশাতেই দিন গুনছেন শিল্পী প্রণব নন্দি।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বিশাল আকৃতির বটগাছ অঙ্কন করে ইতিহাস গড়তে চান শিল্পী! বাধা অর্থ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement