Howrah News: হুগলি নদীতে জাহাজ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে গিয়ে ধাক্কা
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অন্য জাহাজকে পাশ দিতে গিয়ে হুগলি নদীতে বিপদে পড়ল সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ। নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে গিয়ে ধাক্কা মারল বিদেশি জাহাজটি
হাওড়া: হুগলি নদীতে জাহাজ দুর্ঘটনা। যদিও এতে কারোর প্রাণহানি বা বড় বিপর্যয় কিছু হয়নি। হলদিয়া বন্দরগামী একটি জাহাজকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে গিয়ে ধাক্কা মারে সিঙ্গাপুরের একটি বিশাল কন্টেনারবাহী জাহাজ। এর ফলে নদীর চড়ায় আটকে যায় জাহাজটি। অনেক চেষ্টা করেও সেটিকে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
বুধবার দুপুর ১২ টা নাগাদ এই জাহাজ দুর্ঘটনাটি ঘটে হুগলি নদীর পাড়ে হাওড়ার শ্যামপুর পূর্ব বাসুদেবপুর গ্রামের কাছে। সেই সময় কলকাতা বন্দর থেকে বেরিয়ে একটি জাহাজ হলদিয়ার দিকে যাচ্ছিল। তাকে পাশ দিতে গিয়েই বিপাকে পড়ে কলকাতা বন্দরগামী এই বিশাল বিদেশি জাহাজটি। নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
advertisement
advertisement
এদিকে নদীর পাড়ে জাহাজের ধাক্কা মারার খবর ছড়িয়ে পড়তেই দুর্ঘটনাগ্রস্থ জাহাজ দেখার জন্য ভিড় করতে শুরু করে এলাকার মানুষ। এমনিতে সারাদিন অসংখ্য জাহাজ গ্রামের পাশের নদী দিয়ে যাতায়াত করে। তবে গ্রামের পাড়ে ধাক্কা মেরে আটকে যাওয়ার ঘটনা এর আগে ঘটেনি। সেই নিয়েই এলাকার মানুষের বিপুল কৌতূহল। এদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 5:58 PM IST










