TRENDING:

Howrah News: ধুলোয় ঢাকছে গ্রাম! স্থানীয় সিমেন্ট কারখানা ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

ধুলোয় ঢাকছে গ্রাম, কয়েক বছর ধরে ধূলো গ্রাস করেছে গ্রামের পর গ্রাম, ধূলোর আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। গাছের সবুজ পাতা ধূসর বর্ণ ধারণ করেছে বাড়ির মেঝে, সুখাতে দেওয়া জামা কাপড় এমনকি রান্না খাবারে মিশছে ধূলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : ধুলোয় ঢাকছে গ্রাম, কয়েক বছর ধরে ধূলো গ্রাস করেছে গ্রামের পর গ্রাম, ধূলোর আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। গাছের সবুজ পাতা ধূসর বর্ণ ধারণ করেছে বাড়ির মেঝে, সুখাতে দেওয়া জামা কাপড় এমনকি রান্না খাবারে মিশছে ধূলো। ধূলোর আতঙ্কে হাওড়া সাঁকরাইল ব্লকের মহিষগোট চতুর্ভুজকাটি ও ভগবতীপুর তিন গ্রামের কয়েক হাজার পরিবার, ধুলোর সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছে মানুষ। গ্রামের মানুষের অভিযোগ ইদানিং ধুলোর ফলে যেমন চর্মরোগ দেখা দিয়েছে সেই সঙ্গে ঘরে ঘরে শ্বাসকষ্টের মতো সমস্যা।
advertisement

সাঁকরাইল ব্লকের জলা ধুলাগড়ী এলাকায় বহু কল কারখানা গড়ে উঠেছে তার পাশাপাশি জাতীয় সড়ক তবে ধুলোর মূল উৎস সিমেন্ট ফ্যাক্টরি বলছেন গ্রামের মানুষ। ঘরের বা দুয়ারের মেঝে বাড়ির ছাদ প্রতিমুহূর্তে ধূলোর আস্তরণ। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে মিশে থাকা ধূলো শরীরের ভিতর প্রবেশ করছে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে গ্রামের -৮০ মানুষের। মানুষের অভিযোগ জলা ধুলোগরিতে গড়ে ওঠা সিমেন্ট ফ্যাক্টরির কারণেই এই গুলোর সমস্যা।

advertisement

আরও পড়ুনঃ আলোকসজ্জা থেকে মণ্ডপ ও প্রতিমা, নবমীর রাতে জমাটি ভিড় হাওড়ার মিনি চন্দননগরে!

 

View More

 

দূষণ রুখতে পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক বিভিন্ন দফতরে জানানো হয়েছে , তবে কয়েক বছর কেটে গেলেও কোন সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয় মানুষের। আরো চিন্তা বেড়েছে গ্রামের মানুষের, তাদের কথায় জানা যায়, যে কারখানা থেকে অতিরিক্ত মাত্রায় এলাকায় বাতাসে ধূলো ছড়াচ্ছে, সেই কারখানা উৎপাদন আগামী দিনে আরো বাড়াতে চলেছে। আগামী আরো ভয়ংকর হতে চলেছে বলেই মনে করছে ওই এলাকার মানুষ, সেই খবর শুনে গ্রামের মানুষের ঘুম উড়েছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
প্রকৃতির মারে চাষিদের নিঃস্ব হওয়ার পালা! লাভের আশায় চাষ করে এখন মাথা ঠুকছেন
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ধুলোয় ঢাকছে গ্রাম! স্থানীয় সিমেন্ট কারখানা ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল