সাঁকরাইল ব্লকের জলা ধুলাগড়ী এলাকায় বহু কল কারখানা গড়ে উঠেছে তার পাশাপাশি জাতীয় সড়ক তবে ধুলোর মূল উৎস সিমেন্ট ফ্যাক্টরি বলছেন গ্রামের মানুষ। ঘরের বা দুয়ারের মেঝে বাড়ির ছাদ প্রতিমুহূর্তে ধূলোর আস্তরণ। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে মিশে থাকা ধূলো শরীরের ভিতর প্রবেশ করছে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে গ্রামের ৮-৮০ মানুষের। মানুষের অভিযোগ জলা ধুলোগরিতে গড়ে ওঠা সিমেন্ট ফ্যাক্টরির কারণেই এই গুলোর সমস্যা।
advertisement
আরও পড়ুনঃ আলোকসজ্জা থেকে মণ্ডপ ও প্রতিমা, নবমীর রাতে জমাটি ভিড় হাওড়ার মিনি চন্দননগরে!
দূষণ রুখতে পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক ও বিভিন্ন দফতরে জানানো হয়েছে , তবে কয়েক বছর কেটে গেলেও কোন সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয় মানুষের। আরো চিন্তা বেড়েছে গ্রামের মানুষের, তাদের কথায় জানা যায়, যে কারখানা থেকে অতিরিক্ত মাত্রায় এলাকায় বাতাসে ধূলো ছড়াচ্ছে, সেই কারখানা উৎপাদন আগামী দিনে আরো বাড়াতে চলেছে। আগামী আরো ভয়ংকর হতে চলেছে বলেই মনে করছে ওই এলাকার মানুষ, সেই খবর শুনে গ্রামের মানুষের ঘুম উড়েছে।
Rakesh Maity