একদিকে যেমন মন্ডপে চমক অন্যদিকে ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান, সেইসঙ্গে পুজোকে কেন্দ্র করে মেলা, আলোকসজ্জা এবং বিভিন্ন প্রদর্শন যা দূরদূরান্তের মানুষের মনকে আকৃষ্ট করে। এ বছর রূপকথার গল্পে থিম সেজে উঠেছে ' গমন' মা কালীর আগমন পালকিতে, মন্ডপ সেজে উঠেছে কাগজ জাতীয় জিনিস দিয়ে যা পরিবেশবান্ধব। এর পাশাপাশি এবার পুতুল নাচের আয়োজন থাকছে, পুজো উদ্যোক্তাদের কথায় এই পুতুল নাচের প্রদর্শন দেখে আনন্দিত হবে ছোট বড় সকল দর্শক।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় 'দ্যা জঙ্গল বুক' গল্পে সেজে উঠছে কালীপুজোর মণ্ডপ
মিলন সংঘের কালী পুজোর বিশেষ চমক হলো উদ্বোধনী অনুষ্ঠান প্রতিবছর উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি তাতে আরও বেশি করে মানুষের মন আকৃষ্ট করে, এবার এই ৪৪ তম বর্ষে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু। সব মিলিয়ে উদ্বোধন থেকেই জয়নগর মিলন সংঘের পুজো মণ্ডপে দর্শকদের ঢল।
Rakesh Maity