TRENDING:

Howrah News: কালীপুজো মানেই পাঁচলা জয়নগর মিলন সংঘের মন মাতানো থিম!

Last Updated:

কালীপুজো মানেই মন মাতানো থিম যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পাঁচলা জয়নগর মিলন সংঘের পুজো মন্ডপ। গত দু'বছর করোনা আবহে সেভাবে জাঁকজমক পুজো বা মণ্ডপ কোনটাই দর্শকদের কাছে তুলে ধরতে পারেনি, জানান পুজো উদ্যোক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : কালীপুজো মানেই মন মাতানো থিম যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পাঁচলা জয়নগর মিলন সংঘের পুজো মন্ডপ। গত দু'বছর করোনা আবহে সেভাবে জাঁকজমক পুজো বা মণ্ডপ কোনটাই দর্শকদের কাছে তুলে ধরতে পারেনি, জানান পুজো উদ্যোক্তরা। তবে দু বছর ছন্দপতন হলেও এবার ৪৪ তম বর্ষে পদার্পণ করেছে কালীপুজো, আরও সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। যেভাবে মণ্ডপ এবং প্রতিমা দর্শকদের সামনে তুলে ধরা হবে তাতে অন্যান্য বর্ষের দর্শক সংখ্যাকে ছাপিয়ে যাবে বলে মনে করছে পুজো উদ্যোক্তারা।
advertisement

একদিকে যেমন মন্ডপে চমক অন্যদিকে ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান, সেইসঙ্গে পুজোকে কেন্দ্র করে মেলা, আলোকসজ্জা এবং বিভিন্ন প্রদর্শন যা দূরদূরান্তের মানুষের মনকে আকৃষ্ট করে। এ বছর রূপকথার গল্পে থিম সেজে উঠেছে ' গমন' মা কালীর আগমন পালকিতে, মন্ডপ সেজে উঠেছে কাগজ জাতীয় জিনিস দিয়ে যা পরিবেশবান্ধব। এর পাশাপাশি এবার পুতুল নাচের আয়োজন থাকছে, পুজো উদ্যোক্তাদের কথায় এই পুতুল নাচের প্রদর্শন দেখে আনন্দিত হবে ছোট বড় সকল দর্শক।

advertisement

আরও পড়ুনঃ হাওড়ায় 'দ্যা জঙ্গল বুক' গল্পে সেজে উঠছে কালীপুজোর মণ্ডপ

মিলন সংঘের কালী পুজোর বিশেষ চমক হলো উদ্বোধনী অনুষ্ঠান প্রতিবছর উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি তাতে আরও বেশি করে মানুষের মন আকৃষ্ট করে, এবার এই ৪৪ তম বর্ষে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু। সব মিলিয়ে উদ্বোধন থেকেই জয়নগর মিলন সংঘের পুজো মণ্ডপে দর্শকদের ঢল।

advertisement

View More

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: কালীপুজো মানেই পাঁচলা জয়নগর মিলন সংঘের মন মাতানো থিম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল