TRENDING:

Howrah News: হাওড়া পুরসভা এলাকার মানুষের বড় সুবিধা! অনলাইনেই পেয়ে যাবেন বিল্ডিং প্ল্যান

Last Updated:

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর থেকেই ঘরে বসে অনলাইনে বাড়ির প্ল্যান পাবেন হাওড়া পুরসভা এলাকার মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া:  বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর থেকেই ঘরে বসে অনলাইনে বাড়ির প্ল্যান অনুমোদন করাতে পারবেন হাওড়া পুরসভা এলাকার মানুষ। নয়া এই উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়া পুরসভার তরফ থেকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন পুরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন ব্যবস্থার প্রচেষ্টা চলছিল। অবশেষে বৃহস্পতিবার থেকে তা চালু করা হল।
অনলাইনেই পেয়ে যাবেন বিল্ডিং প্ল্যান
অনলাইনেই পেয়ে যাবেন বিল্ডিং প্ল্যান
advertisement

এতে সাধারণ মানুষ নিজের ঘরে বসেই কাজ করতে পারবেন। এর পাশাপাশি বিল্ডিং প্ল্যানের যে টেকনিক্যাল স্পেশিফিকেশন থাকবে সেগুলি অনলাইনে ফিল আপের সময় সেই স্পেশফিকেশন ম্যাচ না করলে সেই প্ল্যান সিস্টেম থেকে বাতিল হবে। এটা অন্যান্য বেশ কয়েক জায়গায় চালু হয়ে গিয়েছে। বেশ কিছু কারণে আমাদের এই কাজ হতে একটু দেরি হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ হাসপাতালে দুরাবস্থা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চিকিৎসা পরিষেবা!

এদিনে সফলভাবে এই সিস্টেম চালু করা হল। তবে এই ব্যবস্থা মানুষের সড়গড় হতে বেশ কিছু দিন সময় লাগবে। আশা করা যাচ্ছে এই ই-গৃহনক্সা অনুমোদন করা মানুষের উপকারে আসবে। নিয়ম মেনে, জমি মালিক তিনি দলিল সহ ডকুমেন্ট দিয়ে সরাসরি আপলোড করতে পারবেন।

advertisement

View More

ওয়েবসাইটে গেলে তার ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত এখানে ড্রপডাউন মেনু থাকবে সেটা সিলেক্ট করা যাবে। কেউ যদি নিজে করতে না পারেন তাহলে কোনও কনসালটেন্ট এজেন্সির কাছে গিয়ে যোগাযোগ করা যেতে পারে। কোনও গৃহ নক্সা স্ক্রুটিনি হয়ে বিল্ডিং দফতরে এলে তখন পুরনিগমের আধিকারিকরা সেখানে গিয়ে যাচাই করবেন। এই ওয়েবসাইটটি হল ওবিপিএসইউডিএমএ.ডব্লিউ বি.গভ.ইন (obpsudma.wb.gov.in)

advertisement

প্ল্যান সরকার থেকে অনুমোদন করে পাঠেচ্ছে লোকাল বডির কাছে। পুরনিগমের কাজ যাচাই করে নেওয়া। তা দেখে তবেই ছাড়পত্র দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হাওড়া পুরসভা এলাকার মানুষের বড় সুবিধা! অনলাইনেই পেয়ে যাবেন বিল্ডিং প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল