এতে সাধারণ মানুষ নিজের ঘরে বসেই কাজ করতে পারবেন। এর পাশাপাশি বিল্ডিং প্ল্যানের যে টেকনিক্যাল স্পেশিফিকেশন থাকবে সেগুলি অনলাইনে ফিল আপের সময় সেই স্পেশফিকেশন ম্যাচ না করলে সেই প্ল্যান সিস্টেম থেকে বাতিল হবে। এটা অন্যান্য বেশ কয়েক জায়গায় চালু হয়ে গিয়েছে। বেশ কিছু কারণে আমাদের এই কাজ হতে একটু দেরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালে দুরাবস্থা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চিকিৎসা পরিষেবা!
এদিনে সফলভাবে এই সিস্টেম চালু করা হল। তবে এই ব্যবস্থা মানুষের সড়গড় হতে বেশ কিছু দিন সময় লাগবে। আশা করা যাচ্ছে এই ই-গৃহনক্সা অনুমোদন করা মানুষের উপকারে আসবে। নিয়ম মেনে, জমি মালিক তিনি দলিল সহ ডকুমেন্ট দিয়ে সরাসরি আপলোড করতে পারবেন।
ওয়েবসাইটে গেলে তার ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত এখানে ড্রপডাউন মেনু থাকবে সেটা সিলেক্ট করা যাবে। কেউ যদি নিজে করতে না পারেন তাহলে কোনও কনসালটেন্ট এজেন্সির কাছে গিয়ে যোগাযোগ করা যেতে পারে। কোনও গৃহ নক্সা স্ক্রুটিনি হয়ে বিল্ডিং দফতরে এলে তখন পুরনিগমের আধিকারিকরা সেখানে গিয়ে যাচাই করবেন। এই ওয়েবসাইটটি হল ওবিপিএসইউডিএমএ.ডব্লিউ বি.গভ.ইন (obpsudma.wb.gov.in)।
প্ল্যান সরকার থেকে অনুমোদন করে পাঠেচ্ছে লোকাল বডির কাছে। পুরনিগমের কাজ যাচাই করে নেওয়া। তা দেখে তবেই ছাড়পত্র দেওয়া হবে।
রাকেশ মাইতি






