নিয়মিত হনুমানের দল এসে রীতিমতো তাণ্ডব চালায় এলাকায়। কারো গাছের ফল, রান্না ঘরে রাখা কাঁচা সবজি বা রান্না খাবার সবকিছুতেই লক্ষ্য হনুমানের দলের। নিমিষেই শুট করে খাবার বা চানাচুর বিস্কুটের প্যাকেট নিয়ে চম্পট। এলাকার মানুষ রীতিমত আতঙ্কে হনুমানের দল দেখলে।
আরও পড়ুনঃ এক বছর পর প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাল ছাত্রছাত্রীরা
advertisement
এই ঘটনা পাঁচলা জগৎবল্লভপুর সহ হাওড়া গ্রামীণ এর বেশ কিছু এলাকায়। স্থানীয় মানুষের কথায় জানা যায়, ৩০ থেকে ৫০ টি পর্যন্ত থাকে এক একটি দলে হনুমানের সংখ্যা। লোকালয়ে ঢুকে রীতিমতো দাপিয়ে বেড়ায়, কোন কিছুতেই ভয় নেই। এলাকার টালির ছাদ, গাছের ফসল, এবং জলের পাইপ লাইনের ব্যাপকভাবে ক্ষতি করছে হনুমানের দল।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার শিবিরে আসতে পারেননি! যোগাযোগ করুন স্থানীয় প্রশাসনিক দফতরে
হনুমানের অত্যাচারে শিকেয় উঠেছে চাষ আবাদ। মানুষকে আক্রমণের ঘটনা ঘটেছে একাধিক। এ বিষয়ে বনবিভাগে জানিয়ে কোনো সূরহা মেলেনি বলে অভিযোগ সাধারণ মানুষের।
Rakesh Maity