শুক্রবার হাওড়ার পাঁচলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এলাকার ফরওয়ার্ড ব্লক প্রার্থীদের নিয়ে মিছিল বের হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন পাঁচলার প্রাক্তন বিধায়ক ডলি রায়। উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল। পাঁচলার ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে পালিত হয় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। এরপর রানিহাটির হাকোলা হয়ে প্রায় তিন কিলোমিটার পথ মিছিল করে ভোট প্রচার করেন ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীরা।
advertisement
এই পাঁচলা এক সময় ফরওয়ার্ড ব্লকের গড় বলে পরিচিত ছিল। কিন্তু ২০০৮ সালের পঞ্চায়েত ভোটের পর থেকেই তাদের রাশ আলগা হতে থাকে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এখানেও মুখ থুবড়ে পড়ে বামফ্রন্ট। তবে তারপর থেকেই ধীরে ধীরে এলাকায় সক্রিয়তা বাড়ানোর চেষ্টা শুরু করেন ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীরা। যা পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে এক সংগঠিত রূপ পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাকেশ মাইতি