TRENDING:

Panchayat Election 2023: ফরওয়ার্ড ব্লকের প্রচারে মানুষের ঢল

Last Updated:

শুক্রবার পাঁচড়ায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ফরওয়ার্ড ব্লকের প্রার্থীদের প্রচারে যোগ দিলেন বহু মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বিধানসভা ভোটে বাম শূন্য হয়ে যায় রাজ্য। তারপর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বামেরা। কিন্তু খাতায়-কলমে যত‌ই বাম বলা হোক মূল দৌড়ঝাঁপ প্রধান শরিক সিপিএমের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তাদের তরুণ ব্রিগেড ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে পরিচিত হয়ে উঠেছে। সেখানে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই-এর মতো শরিকদের অবস্থা সত্যি বেশ সঙ্গীন। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে অবাক করা দৃশ্য দেখা গেল হাওড়ায়। বামফ্রন্টের মেজো শরিক ফরওয়ার্ড ব্লকের প্রার্থীদের প্রচারে ঢল নামল মানুষের।
advertisement

আরও পড়ুন: বোনের বিয়ের যৌতুকের বাইক হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে গিয়ে প্রাণ সংশয়ে দাদারা! হিঙ্গলগঞ্জের রাস্তায় যা ঘটল

শুক্রবার হাওড়ার পাঁচলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এলাকার ফরওয়ার্ড ব্লক প্রার্থীদের নিয়ে মিছিল বের হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন পাঁচলার প্রাক্তন বিধায়ক ডলি রায়। উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল। পাঁচলার ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে পালিত হয় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। এরপর রানিহাটির হাকোলা হয়ে প্রায় তিন কিলোমিটার পথ মিছিল করে ভোট প্রচার করেন ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীরা।

advertisement

এই পাঁচলা এক সময় ফরওয়ার্ড ব্লকের গড় বলে পরিচিত ছিল। কিন্তু ২০০৮ সালের পঞ্চায়েত ভোটের পর থেকেই তাদের রাশ আলগা হতে থাকে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এখানেও মুখ থুবড়ে পড়ে বামফ্রন্ট। তবে তারপর থেকেই ধীরে ধীরে এলাকায় সক্রিয়তা বাড়ানোর চেষ্টা শুরু করেন ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীরা। যা পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে এক সংগঠিত রূপ পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: ফরওয়ার্ড ব্লকের প্রচারে মানুষের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল