Road Accident: বোনের বিয়ের যৌতুকের বাইক হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে গিয়ে প্রাণ সংশয়ে দাদারা! হিঙ্গলগঞ্জের রাস্তায় যা ঘটল
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দাদারা বোনের যৌতুকের বাইক চালিয়ে তার হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। ট্রাফিক আইন অমান্য করে একটি বাইকে বসেছিল তিনজন। কারোর মাথাতেই হেলমেট ছিল না। রাস্তায় পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারা
উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। বোনের বিয়ের যৌতুকের বাইক তার হবু শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে দাদারা। পণ্যবাহী গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়ির এই সংঘর্ষে গুরুতর আহত তিনজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই দুর্ঘটনার পিছনে দুটি গাড়ির চালকেরই দোষ আছে। দু’জনেই অসাবধানে গাড়ি চালাচ্ছিল। আর তার জেরেই এমন দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক আইন না মেনে একটি বাইকে তিনজন লেবুখালি থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিল। সূত্রের খবর, বোনের বিয়ের যৌতুকের বাইক তার হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই বাইকটি চালিয়ে তাতে সওয়ার হয়ে যাচ্ছিল দাদা সাবির সরদার, আমিরুল গাজি ও এক প্রতিবেশী। তাদের কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া মোড় এলাকায় অপর দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তার জেরে গুরুতর আহত হয় বাইকের তিন আরোহী।
advertisement
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। এসে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশও। এরপর তিন আহতকে চিকিৎসার জন্য নয় নম্বর স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2023 8:16 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Road Accident: বোনের বিয়ের যৌতুকের বাইক হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে গিয়ে প্রাণ সংশয়ে দাদারা! হিঙ্গলগঞ্জের রাস্তায় যা ঘটল










