TRENDING:

Howrah News: মোদির স্বপ্নের বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ হবে হাওড়ার কারশেডে

Last Updated:

হাওড়ার ঝিল রোডের কারশেড শুধু বন্দে ভারত এক্সপ্রেস নয়, আধুনিক প্রযুক্তিতে তৈরি ভারতীয় রেলের সমস্ত প্রিমিয়াম ট্রেনের‌ই রক্ষণাবেক্ষণের কাজ হবে এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: নরেন্দ্র মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ হবে হাওড়ার ঝিল রোডে। এখানেই আছে পূর্ব রেলের সর্ববৃহৎ কারশেড। বন্দে ভারতের মত সেমি বুলেট ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্যই বিশেষ পরিকল্পনা করে এই কারশেড তৈরি করা হয়েছে।
advertisement

তবে হাওড়ার ঝিল রোডের কারশেড শুধু বন্দে ভারত এক্সপ্রেস নয়, আধুনিক প্রযুক্তিতে তৈরি ভারতীয় রেলের সমস্ত প্রিমিয়াম ট্রেনের‌ই রক্ষণাবেক্ষণের কাজ হবে এখানে। এই কারশেডের আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন পূর্ব রেলের জিএম অরুণ আরোরা সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন: কান্দিকে প্লাস্টিক মুক্ত করতে আয়োজিত হল আলোচনা সভা

advertisement

রেল সূত্রে খবর, প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক সুবিধাযুক্ত ত্রিস্তরীয় কারশেডটি তৈরি হয়েছে। এর মাধ্যমে ট্রেনের একেবারে নিচে, বগির মাঝামাঝি ও একদম ছাদের অংশে খুব সহজেই প্রয়োজনীয় মেরামতির কাজ সারা যাবে। তবে ঝিল রোডের এই কারশেডটির পাশাপাশি অপর আরেকটি কারশেড তৈরির পরিকল্পনা করেছে পূর্ব রেল। তার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০৩ কোটি টাকা। রেল মন্ত্রকের অধীনস্ত আরবিএমএল ঝিল রোডের কারশেডটি দুটি পর্যায়ে তৈরি করেছে। তৃতীয় পর্যায়ে ৬৪ কোটি টাকা ব্যয়ে আরও একটি কারশেড তৈরির পরিকল্পনা আছে পূর্ব রেলের। এই কারশেড তৈরির আগে এখানে ৮-১০ কামরার ট্রেনের রক্ষনাবেক্ষনের কাজ করা হত। কিন্তু বর্তমানে এখানে ১৮ বগির ট্রেনের রক্ষনাবেক্ষন‌ও সহজেই হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, ঝিল রোডের এই কারশেডে দিনে ৫ টি ট্রেনের রক্ষনাবেক্ষনের কাজ করা সম্ভব।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মোদির স্বপ্নের বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ হবে হাওড়ার কারশেডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল