Murshidabad News: কান্দিকে প্লাস্টিক মুক্ত করতে আয়োজিত হল আলোচনা সভা

Last Updated:

কান্দি পুর এলাকায় ৬০ হাজার মানুষের বসবাস। পুরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে ঠিক করা হয়েছে কান্দিকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে এই সেমিনার আয়োজিত হয়।

+
title=

মুর্শিদাবাদ: প্লাস্টিক মুক্ত শহর গড়তে কান্দিতে বিশেষ আলোচনা সভা। স্থানীয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদি অডিটোরিয়ামে মিশন নির্মল বাংলা ও স্বচ্ছ ভারত মিশনের পক্ষ থেকে স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই সেমিনার আয়োজিত হয়। তাতে কান্দি পুরসভার কর্মীরাও অংশগ্রহণ করেন।
কান্দি পুর এলাকায় ৬০ হাজার মানুষের বসবাস। পুরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে ঠিক করা হয়েছে কান্দিকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে এই সেমিনার আয়োজিত হয়। যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সমাজের সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকেন তাই তাঁদেরকেই বেছে নেওয়া হয়। এছাড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে পুরকর্মীদের। তাই তাঁরাও এই সেমিনারে অংশগ্রহণ করেন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক।
advertisement
advertisement
কান্দিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মশাল মিছিল‌ও আয়োজিত হয়। এই আলোচনা সভায় কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক বলেন, শহরবাসীকে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে হবে। প্রতিটি বাড়িতে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট বালতি দেওয়া হয়েছে। নিয়ম মেনে সেই বালতিতে আবর্জনা রাখতে হবে এবং পুরসভার কর্মী সকালে গেলে তাঁকে আবর্জনা দিয়ে দিতে হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কান্দিকে প্লাস্টিক মুক্ত করতে আয়োজিত হল আলোচনা সভা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement