ভক্তরা মায়ের কাছে ভোগ নিবেদন করতে চাইলে, ভোগের খরচ দেন মন্দিরে, ভোগের খরচ সকলের সাধ্যের মধ্যেই। সেই মত মন্দিরে তৈরি হয় ভোগ। প্রতিদিন কয়েক শত ভোগের মালশা ভক্তরা নিবেদন করেন মায়ের কাছে। বৈশাখের শুক্লা ত্রয়দশ তিথিতে বাৎসরিক অনুষ্ঠান বা অন্যান্য বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্ত সমাগম। এছাড়াও অমাবস্যা, ১লা বৈশাখ, দুর্গা পুজোর, রান্না পুজো, ঝুলন যাত্রার রাস ১২ মাসে ১৩ উৎসব এখানে পালিত হয়। বিশেষ দিনে বহু ভক্ত হাজির হন।
advertisement
আরও পড়ুনঃ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েতে তালা!
ঠিকানা-
শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির (উলুবেড়িয়া কালীবাড়ি) উলুবেড়িয়া, উলুবেড়িয়া -১ নং ব্লক
আরও পড়ুনঃ বিপদের কারণ ত্রিফলা! কিভাবে? জেনে নিন...
প্রত্যহ ভোরে মঙ্গল আরতি পঞ্চম অমৃত দিয়ে স্নান, সকালে মাতৃ আরাধনা মধ্যাহ্নে মাতৃ ভোগ নিবেদন তারপর মন্দির কিছুটা বন্ধ রাখা বিকাল চারটা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকে। দূর থেকে আগত ভক্তদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা।
Rakesh Maity