TRENDING:

Howrah: উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে ভক্তের ঢল

Last Updated:

হাওড়া উলুবেরিয়া শহরের শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দির। গঙ্গা তীরে ১৩২৭ বঙ্গাব্দে ১৭ই বৈশাখ শুক্লা ত্রয়দশী তিথিতে নদীর তীরে আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : হাওড়া উলুবেরিয়া শহরের শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দির। গঙ্গা তীরে ১৩২৭ বঙ্গাব্দে ১৭ই বৈশাখ শুক্লা ত্রয়দশী তিথিতে নদীর তীরে আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা উদ্যোগে মন্দির তৈরি হয়। কালীবিগ্রহের পদতলে শ্বেতপাথরের তৈরি সব আসনে শায়িত শিব। মা এই মন্দিরে তিনটি রূপে পূজিত হন, সাত্ত্বিক রাজশ্রী ও তামসিক। মায়ের প্রতিদিন ভোগ নিবেদন, ভোগে নিরামিষের প্রাধান্যটাই বেশি থাকে জানান, মন্দিরের পুরোহিত শ্রী মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়। মা পূজিত হন তন্ত্র এবং বৈদিক দুটি মতেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো ভক্ত মাতৃ মন্দিরে হাজির হন, এই মন্দিরে নেই কোন জাত ধর্মের ভেদাভেদ, সমস্ত ধর্মের সমন্বয়ে উজ্জ্বল ক্ষেত্র। প্রতিদিন মায়ের ভোগ নিবেদন করা হয় খুব সাধারণ ভাত, ডাল, তরকারি, পরমান্ন সহ বিভিন্ন পদ।
advertisement

ভক্তরা মায়ের কাছে ভোগ নিবেদন করতে চাইলে, ভোগের খরচ দেন মন্দিরে, ভোগের খরচ সকলের সাধ্যের মধ্যেই। সেই মত মন্দিরে তৈরি হয় ভোগ। প্রতিদিন কয়েক শত ভোগের মালশা ভক্তরা নিবেদন করেন মায়ের কাছে। বৈশাখের শুক্লা ত্রয়দশ তিথিতে বাৎসরিক অনুষ্ঠান বা অন্যান্য বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্ত সমাগম। এছাড়াও অমাবস্যা, ১লা বৈশাখ, দুর্গা পুজোর, রান্না পুজো, ঝুলন যাত্রার রাস ১২ মাসে ১৩ উৎসব এখানে পালিত হয়। বিশেষ দিনে বহু ভক্ত হাজির হন।

advertisement

আরও পড়ুনঃ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েতে তালা!

ঠিকানা-

View More

শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির (উলুবেড়িয়া কালীবাড়ি) উলুবেড়িয়া, উলুবেড়িয়া -নং ব্লক

আরও পড়ুনঃ বিপদের কারণ ত্রিফলা! কিভাবে? জেনে নিন...

 

প্রত্যহ ভোরে মঙ্গল আরতি পঞ্চম অমৃত দিয়ে স্নান, সকালে মাতৃ আরাধনা মধ্যাহ্নে মাতৃ ভোগ নিবেদন তারপর মন্দির কিছুটা বন্ধ রাখা বিকাল চারটা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকে। দূর থেকে আগত ভক্তদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুগন্ধে ভরছে গ্রামবাংলা! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে ভক্তের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল