TRENDING:

Howrah News: ছোটদের হাতেই সাজছে প্রতিমা! এই পুজোর থিম 'কুমোর পাড়ার গরুর গাড়ি'

Last Updated:

দুর্গাপূজার লক্ষ্মীপুজোর পর এবার বাঙালি মেতেছে কালীপুজোর উৎসবে, দিন কয়েক পার হলেই কালীপুজো জেলা জুড়ে সর্বোত্তই মন্ডপ সজ্জার চূড়ান্ত পর্যায় কাজ চলছে। দুর্গাপুজোর লক্ষ্মী পূজার মতোই বিভিন্ন প্রান্তে জেলাজুড়ে নানা ফিমে সেজে উঠছে পুজো মন্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : দুর্গাপূজার লক্ষ্মীপুজোর পর এবার বাঙালি মেতেছে কালীপুজোর উৎসবে, দিন কয়েক পার হলেই কালীপুজো জেলা জুড়ে সর্বোত্তই মন্ডপ সজ্জার চূড়ান্ত পর্যায় কাজ চলছে। দুর্গাপুজোর লক্ষ্মী পূজার মতোই বিভিন্ন প্রান্তে জেলাজুড়ে নানা ফিমে সেজে উঠছে পুজো মন্ডপ। বাঙালির কালীপুজো মানে আলোকসজ্জা ও বাজির উৎসব। একদিকে যেমন থিমের মন্ডপসজ্জা মডেলের প্রতিমা সেই সঙ্গে পাহাড়ি আলোর উৎসব। জেলা জুড়ে কালীপুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব, সেই সঙ্গে তাল মিলিয়ে মন্ডপ সেজে উঠছে ' জগাছা ধাড়সা আনন্দ নিকেতন'-এর পুজো মন্ডপে এবারের থিম।
advertisement

এই থিম, এক কলেজ ছাত্রী নির্মাণ করছেন থিমের মডেল ও মন্ডপ । হাওড়ার ডোমজুড়ের প্রশস্তে আমরা দেখেছি সমাজের দূর্গা নমিতা ও রমাদের। তাঁরা সেখানে দূর্গা প্রতিমা নির্মান করছিলেন। আর সমাজের বাধা বিপত্তিকে পিছনে ঠেলে হাওড়ার এক কলেজ ছাত্রী যেন অন্যরূপে। তিনি মাটির মডেলের পাশাপাশি মন্ডপও নির্মাণ করছেন। ১৯ বছর বয়সী শিল্পী সঞ্জনা ভৌমিক পড়াশোনার মাঝেই চলছে তাঁর শিল্পকলা।

advertisement

সঞ্জনা জানান, সে কলেজ পড়ুয়া, তার বন্ধু বিশাল সর্দার, সে মন্ডপ সজ্জা ও থিমের কাজ করে। তাঁর কাছে শেখা এবং তাঁর সঙ্গেই এই কাজ শুরু করে। এক কাজ করতে করতে, তাঁদের নিজস্ব একটি ব্র্যান্ড ও তৈরি করে, তাদের সংস্থার নাম ' ত্রিধারা '। তারা মোট তিনজন মিলে এই কাজ করে। কি হচ্ছে তাঁদের এই থিমে ? এই প্রশ্নের উত্তরে সঞ্জনা জানান, এই থিমের নাম 'কুমোর পাড়ার গরুর গাড়ি'। প্রথমেই দেখানো হবে কুমোরের বাড়ি, সেখানে কুমোর বসে আছে।

advertisement

আরও পড়ুনঃ বুনো শুয়োরের দাপটে মাঠেই শেষ বিঘের পর বিঘে ধান!

View More

কুমোরের বউ মাটির প্রদীপ নিয়ে তুলসি মঞ্চে সন্ধা দিচ্ছেন। তারপর গরুর গাড়ি করে বক্সী বদন ও ভাগ্নে মদন মাটির হাঁড়ি ও কলসী নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাজারে একচালা ঘরে মহিলা পুরুষ মিলিয়ে দুমুখে মোট আটজন বিক্রেতা। বাজার করতে আসা মানুষও আছে সেই বাজারে ক্রেতাও থাকবেন বলে জানান শিল্পী। তাদের মূল কারিগর বিশাল সর্দার জানান, তাঁরা পড়াশোনার পাশাপশি এই কাজ করেন।

advertisement

আরও পড়ুনঃ বন্যপ্রাণ সচেতনতায় অভিনব উদ্যোগ! পশুপাখিদের দত্তক নেওয়ার সুযোগ

এই মন্ডপে থাকবে মাটির বিভিন্ন মডেল, সেই মডেল তৈরি বেশ কিছুদিন আগে থেকেই তৈরি হচ্ছে। আর কালীমূর্তি তৈরি হচ্ছে তাদের শিল্পালয়ে। ' ধাড়সা আনন্দ নিকেতন' এর এবছরের পুজো ৩৬ তম বর্ষ। হাওড়ার সেরা পুজোর দাবিদার এই থিম হতে পারে বলে আশা প্রকাশ করছেন এই ক্ষুদে শিল্পী কলেজ পড়ুয়া সঞ্জনা ভৌমিক ও বিশাল সর্দার। তাঁরা বলেন এটাই তাঁদের প্রথম থিম হলেও, থিমের লড়াইয়ে তাদের এই থিম জেলার সেরার সেরা ভাগীদার বলেই আশাবাদী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ছোটদের হাতেই সাজছে প্রতিমা! এই পুজোর থিম 'কুমোর পাড়ার গরুর গাড়ি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল