বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, ১৯৪৭ সালে স্বাধীনতার সাথে সাথে দেশ ভাগ হয়। আর তখন থেকেই ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র শুরু হয়। সময়ে সময়ে অর্থনৈতিক, সামাজিক ও বৈদেশিক বিষয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর ষড়যন্ত্র চলতে থাকে।
advertisement
আরও পড়ুনঃ পরিবেশ বাঁচাতে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল গাছের চারা
১৯৯৯ সালে যখন ভারতের সফল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এপিজে আবদুল কালাম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নেন, তখন পাকিস্তান কার্গিলে যুদ্ধ শুরু করে। প্রায় দু'মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধে ভারত যেমন পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছিল, তেমনি পারমাণবিক পরীক্ষা চালিয়ে ভারত বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর সাথেও যোগ দেয়।
আরও পড়ুনঃ সাধারণ মানুষের ভয় কাটাতে পথ কুকুরদেরই ভ্যাকসিন দিল একদল যুবক!
এই যুদ্ধে আমাদের ৫৫৭ জন সৈন্য শহীদ হন এবং ১,৩০০ জনেরও বেশি সৈন্য আহত হন। তাঁদের আত্মত্যাগে আজ ভারত সর্বক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আজ ভারত উদযাপন করছে স্বাধীনতার অমৃত মহোৎসব।
Rakesh Maity