আরও পড়ুন: পুজোয় আনন্দ ভুলে প্র্যাকটিস করে, ভলিবল খেলতে জম্মুতে হাজির শান্তিপুরের সাগ্নিক
এখানকার মহাকালীর মাহাত্ম্য গোটা বাংলাজুড়ে ছড়িয়ে আছে। সারা বছর জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্ত আসেন। বিশেষ দিনগুলিতে হাজার হাজার ভক্ত সমাগম হয়। প্রতিবছর কালীপুজোর দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে থেকে ভক্তরা এসে হাজির হন খালোড় কালীবাড়িতে। নানান উপাচারের মাধ্যমে দেবীর আরাধনা হয় এখানে।
advertisement
মহাকালীকে এখানে দক্ষিণা কালী রূপে পুজো করা হয়। নিমকাঠের ১০ ফুট উচ্চতার দেবী মূর্তি আছে এখানে। পঁচাশি বছর আগে তৃতীয়বারের জন্য এই মূর্তি তৈরি করা হয়েছিল, যা আজও পুজো হয়ে চলেছে। রোজ পুজোপাঠের পাশাপাশি দুপুরে মহাকালীকে ভোগ নিবেদন করা হয়। সারাবছর বিশেষ দিনগুলিতে বড় করে দেবীর পুজো হয়। কালী পুজোর দিন গোটা মন্দির সাজানো হয় রঙিন আলো দিয়ে।
রাকেশ মাইতি