Nadia News: পুজোয় আনন্দ ভুলে প্র্যাকটিস করে, ভলিবল খেলতে জম্মুতে হাজির শান্তিপুরের সাগ্নিক

Last Updated:

শান্তিপুরের সাগ্নিক দে গোটা জেলার গর্ব। দশম শ্রেণির এই পড়ুয়া ভলিবল খেলতে পৌঁছে গিয়েছে জম্মুতে

+
নিজের

নিজের এলাকায় ভলিবল খেলছে সাগ্নিক 

নদিয়া: অনূর্ধ্ব ১৭ আন্তঃবিদ্যালয় জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নদিয়ার একমাত্র প্রতিনিধি শান্তিপুরের সাগ্নিক দে। দশম শ্রেণির এই ছাত্র প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই জম্মুতে পৌঁছে গিয়েছে। লক্ষ্মীপুজোর দুদিন পর‌ই সে রওনা দেয় জম্মুর উদ্দ্যেশ্যে।
শান্তিপুর মুসলিম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে সাগ্নিক। পরিবারে আছে মা-বাবা ও এক ভাই। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন নিজের পাড়ার ভলিবল টিমে যোগ দেয় সে। শুরু হয় প্র্যাকটিস। এরপর অষ্টম শ্রেণিতে পড়াকালীন কলকাতার মাঠে সাব ডিভিশনে প্রথম জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সাগ্নিকের এই কৃতিত্বে খুশি তার এলাকার মানুষজন।
advertisement
advertisement
বাবা সম্বিত দে’র ওষুধ দোকানে আছে। তাই মা গৌরী দে ছোটবেলা থেকেই সাগ্নিককে নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নানান জায়গায় ছুটে যেতেন। মা-বাবা ছাড়াও সাগ্নিকের ভাই এবং ঠাকুমা আছেন। এবারের দুর্গাপুজোয় আর পাঁচটা অল্প বয়সী ছেলেমেয়ের মত আনন্দে মেতে না উঠে সাগ্নিক মন দিয়ে প্র্যাকটিস চালিয়ে গিয়েছে। সাগ্নিকের লক্ষ্য আগামী দিনে জাতীয় দলে সুযোগ পাওয়া।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পুজোয় আনন্দ ভুলে প্র্যাকটিস করে, ভলিবল খেলতে জম্মুতে হাজির শান্তিপুরের সাগ্নিক
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement