এ প্রসঙ্গে পি পি জি সি'র কো-অর্ডিনেটর মায়া সরকার বলেন, রাজ্যের পঞ্চায়েত গুলি বিশ্ব ব্যাংক ও রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেতে গেলে বেশ কয়েকটি ধাপে পাশ করতে হয়। যার মধ্যে মূলত ছয়টি বিষয় থাকে আর সেই ছয়টি বিষয়ে ১০০ মধ্যে ৮৭ নম্বর পেয়ে রাজ্যের ৩৩৩৯ টি পঞ্চায়েতের মধ্যে সেরা স্বীকৃতি লাভ করেছে। এই সন্মান যা আগামী দিনে পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে অর্থ পেতে আরও সাহায্য করবে।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার দশা বেহাল, ভাঙা ইঁটের রাস্তা দিয়েই পারাপার মানুষের!
এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম বেরা বলেন, একটা পঞ্চায়েত চালাতে গিয়ে শুধুমাত্র রাস্তাঘাট, পানীয় জলের ব্যাবস্থা করা নয়। পঞ্চায়েতের সার্বিক কাজকেও তরানন্নীত করা। আর সেই কাজ করতে গিয়ে আমরা পঞ্চায়েতর ছয়টি কাজের নিরিখে রাজ্যের ৩৩৩৯ টি পঞ্চায়েতের মধ্যে সেরা স্বীকৃতি পেয়েছি। যা ইসলামপুর পঞ্চায়েতের পাশাপাশি আজ সমগ্র হাওড়া জেলার গর্ব। এই সন্মান যা আগামীদিনে আরও বেশি করে সাধারণ মানুষকে পঞ্চায়েতমুখী করে তুলবে।
Rakesh Maity