Howrah News: রাস্তার দশা বেহাল, ভাঙা ইঁটের রাস্তা দিয়েই পারাপার মানুষের!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
দীর্ঘদিন বেহাল রাস্তা সমস্যায় স্থানীয় ও পথ চলতি মানুষ। সাঁকরাইল সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরেঙ্গা মাটিরপোল মাজি পাড়া থেকে আবাদা রেল ষ্টেশন পর্যন্ত বেহাল রাস্তা। স্থানীয় মানুষের অভিযোগ প্রায় দুই কিলোমিটার ইটের রাস্তা সেই রাস্তার বিভিন্ন অংশে ভেঙে রয়েছে, উঠে রয়েছে রাস্তার ইট সারা বছর দুর্ভোগ।
#হাওড়া : দীর্ঘদিন বেহাল রাস্তা সমস্যায় স্থানীয় ও পথ চলতি মানুষ। সাঁকরাইল সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরেঙ্গা মাটিরপোল মাজি পাড়া থেকে আবাদা রেল ষ্টেশন পর্যন্ত বেহাল রাস্তা। স্থানীয় মানুষের অভিযোগ প্রায় দুই কিলোমিটার ইটের রাস্তা সেই রাস্তার বিভিন্ন অংশে ভেঙে রয়েছে, উঠে রয়েছে রাস্তার ইট সারা বছর দুর্ভোগ। বর্ষা এলে সেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ অভিযোগ মানুষের। এলাকার স্কুল পড়ুয়া থেকে সাধারণ গ্রামবাসী নাজেহাল এই রাস্তা পারাপার করতে।
স্থানীয়দের অভিযোগ একাধিক বার পঞ্চায়েত প্রশাসনকে জানিও মেলেনি সুরাহা। অন্যদিকে স্থানীয় মানুষের অভিযোগ, সারেঙ্গা মাটির পোল থেকে আবাদা রেলস্টেশন যেতে প্রায় দুই কিলোমিটার রাস্তার একাংশ তৈরি হয়েছে এমন ফলক লাগানো হলেও, আদৌ সেই স্থান পর্যন্ত রাস্তর কাজ এগোয়নি। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান, মৃদুলা বাছার জানান, গ্রাম সভা বা আলোচনার মধ্যে উঠে আসে, এলাকার পঞ্চায়েত সদস্যরা নিজের এলাকর কাজ প্রয়োজন বুঝে তারা প্ল্যান পাঠান সেই মোতাবেক কাজ হয়।
advertisement
আরও পড়ুনঃ কোনও কলেরই মুখ নেই! অনর্গল বেরিয়ে যাচ্ছে জল! বেহুঁশ প্রশাসন
পাশাপাশি তিনি রাস্তা ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পঞ্চায়েত সূত্রে জানা যায়, রাস্তাটি প্রায় দুই কিলোমিটার লম্বা, রাস্তাটি। লম্বা হওয়ায় একবারে পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব হয়নি, দফায় দফায় রাস্তাটি তৈরি করা হচ্ছে, সেই কাজের পরিপ্রেক্ষিতেই বোর্ড লাগানো বলেই জানিয়েছেন। পঞ্চায়েত সূত্রে জানা যায় এও জনা যায় ওই রাস্তার যে স্থান পর্যন্ত জনবহুল সেই স্থান পর্যন্ত রাস্তা আগে তৈরি করা হয়েছে। সেই মত রাস্তার কাজ এগিয়েছে।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
December 17, 2022 2:55 PM IST