আরও পড়ুন: বন্যার আশঙ্কায় জ্বালানি ও শুকনো খাবার মজুত করছে গ্রামের মানুষ
এই জলমগ্ন রাস্তার পাশেই আছে পুরনো সেতু। তার পাশেই এই নতুন সেতু ও আন্ডারপাস তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টি হলেই নতুন আন্ডার পাসে জল জমে যায়। বছরখানেক আগে উদ্বোধন হয়েছিল গড়ফা আন্ডারপাসের। গত তিন দিনের টানা বৃষ্টিতে সেই আন্ডারপাস এখন পুকুরের চেহারা নিয়েছে। ফলে বন্ধ যান চলাচল। বদলে সেখানে জলকেলি করছে স্থানীয় অল্প বয়সী ছেলেরা।
advertisement
স্থানীয়দের অভিযোগ, নতুন তৈরি হওয়া এই আন্ডারপাসে জমা জল বের হবার উপযুক্ত নিকাশী ব্যবস্থা নেই। ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দুটি পাম্প বসিয়ে আন্ডারপাসের জল ছেঁচে বের করে দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে নতুন তৈরি আন্ডারপাসে জল নিকাশির এই বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মূলত যানজট যাতে না হয় সেই কারণেই এই আন্ডারপাস তৈরি হয়েছিল। কিন্তু বৃষ্টি হলেই সেটি চলাচলের অযোগ্য হয়ে গিয়ে আরও বেশি যানজট তৈরি করে।
রাকেশ মাইতি





