TRENDING:

Howrah News: মাছ ধরার সময় জালে পড়ল তিনটি কচ্ছপ, পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার

Last Updated:

পরিবেশ কর্মী ও শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল তিন কচ্ছপের, একটি জলাশয় মাছ ধরার সময় উঠে আসে তিনটি কচ্ছপ, তাদের থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয় 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পরিবেশ কর্মী ও শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল তিন কচ্ছপের। জগৎবল্লভপুরের পরিবেশ কর্মী ও পাঁতিহাল দামোদর ইনস্টিটিউশনের বাংলা বিভাগের শিক্ষক তাপস সিনহা শনিবার সকালে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের সমন্বয়ক সৌরভ দত্তের সঙ্গে যোগাযোগ করেন। তাপস বাবু বলেন "তিনটি কচ্ছপ উত্তর মাজু হাটবলরামপুরের সিং পাড়ায় রয়েছে। যদি বন দফতর এসে উদ্ধার করে ভাল হয়।"
কচ্ছপ উদ্ধার
কচ্ছপ উদ্ধার
advertisement

খবরটি পাওয়ার পর সেই মতো পরিবেশকর্মী দ্রুত সৌরভ দত্ত ঘটনাস্থলে যান ও তিনটি ফ্ল্যাপসেল কচ্ছপ উদ্ধার করেন। কচ্ছপগুলির ওজন মোটামুটি দেড়থেকে দু কেজি। রাকেশ সিংহ, কৃষাণু সিংহ, অরুণ সিংহ ,ও রাহুল সিংহ এরা চারজন কান্দুয়ার মাঠে মাছ ধরার জন্য বিল সেঁচতে গিয়ে তিনটি কচ্ছপ দেখতে পান। সেই কচ্ছপগুলি বাড়িতে নিয়ে এসেছিলেন।

advertisement

আরও পড়ুন - Nadia News: মর্মান্তিক, সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে ‌যাচ্ছিলেন, বাস এসে পিষে দিল

সে খবর পাওয়ার পর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের সমন্বয়ক সৌরভ দত্ত। সৌরভ যোগাযোগ করেন হাওড়া আরবাণ রেঞ্জের ফরেস্ট অফিসার নির্মল মণ্ডলের সাথে। এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কচ্ছপ তিনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।

advertisement

আরও পড়ুন -  Howrah News: গাছ-পাতায় রোগ মুক্তি! উপকারী বিভিন্ন ওষুধ বিনামূল্যে মিলছে আয়ুষ মেলায়

এই তিনটি কচ্ছপের মধ্যে একটি কচ্ছপের দেহে কিছুটা ক্ষতচিহ্ন রয়েছে। সৌরভ দত্ত বলেন-- "মাজুতে বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে ক্রমশ সচেতনতা বাড়ছে। বন্যপ্রাণী যেমন হত্যা প্রায় বন্ধই অন্যদিকে বন্যপ্রাণীদের প্রাণ রক্ষা করতে বহু অংশে সাধারণ মানুষ এগিয়ে আসছেন। এর মধ্যে এই ঘটনাটি একটি দৃষ্টান্ত স্থাপন করল। সৌরভ জানায়, আশা করি কচ্ছপ গুলিকে বন দফতর নিশ্চয়ই উন্মুক্ত জলাশয়ে পুর্নবাসন করবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মাছ ধরার সময় জালে পড়ল তিনটি কচ্ছপ, পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল