Howrah News: গাছ-পাতায় রোগ মুক্তি! উপকারী বিভিন্ন ওষুধ বিনামূল্যে মিলছে আয়ুষ মেলায়

Last Updated:

Howrah News: বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এ সমস্ত গাছের উপকারী গুণ মানুষকে জানানো হচ্ছে।  ভেষজ গাছের উপকারী গুণ জেনে গাছ নিতে আগ্রহী মানুষ।

+
গাছ

গাছ পাতায় রোগ মুক্তি

হাওড়া: গাছের পাতা ব্যবহার করে রোগ মুক্তিতে সরকারি উদ্যোগ। বর্তমান সময়ে মানুষ শরীর সুস্থ রাখতে এলোপ্যাথি ঔষুধ সর্বাধিক ব্য়বহৃত হয়। তাতে দ্রুত আরোগ্য লাভ হলেও,  পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। নিয়মিত দীর্ঘ সময় সেই ওষুধ ব্যবহার করে নির্দিষ্ট সমস্যার সমাধান হলেও, শরীরে অন্যান্য সমস্যা দেখা দেয়।অনেকটাই নিশ্চিন্ত রাখে আয়ুর্বেদিক বা গাছ-গাছরা ভেষজ চিকিৎসা। আগে যদিও আয়ুর্বেদ বা গাছগাছড়া, ভেষজ চিকিৎসার উপর বেশি নির্ভরশীল ছিল। এই চিকিৎসা থেকে সমস্যা সমাধান নিশ্চিতভাবে ঘটে। ভেষজ চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া সেভাবে থাকেনা।
সরকারি ভাবে সাধারণ মানুষের কাছে গাছ-গাছড়ার ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ। হাওড়া সাঁকরাইল ব্লকের অন্তর্গত আন্দুল রাজ মাঠে আয়ুষ মেলা অনুষ্ঠিত হয়। তিন দিনের এই মেলায় কয়েক হাজার ঔষধি গাছ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রথম দিনে প্রায় ১২ রকমের গাছ। বাসক, নিম, পুদিনা, অশোক ঘৃতকুমারী, ব্রাহ্মি, গুলঞ্চ, কুলেখাড়া কৃষ্ণতুলসী, পিপুল-সহ নানা গাছের চারা রাখা হয়।
advertisement
বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এ সমস্ত গাছের উপকারী গুণ মানুষকে জানানো হচ্ছে।  ভেষজ গাছের উপকারী গুণ জেনে গাছ নিতে আগ্রহী মানুষ। মূল লক্ষ্য হল মানুষ যেন ঔষধি গাছ বাড়িতে রেখে, জরুরি অবস্থাতে চিকিৎসা করতে পারবে। আর এই চিকিৎসার মাধ্যমে পার্শ্বপ্রতিক্রিয়া ঝুঁকি কম হবে। অন্য দিকে অর্থব্যয়ও কম হবে।
advertisement
এ বিষয়ে চিকিৎসক শক্তিপদ ঘোষ জানান, এমন কিছু রোগ মানুষের শরীরে আসছে, যা মেডিসিন দ্বারা সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। যে কোনও সময়ের নিয়মিত এই গাছের বিভিন্ন অংশ ব্যবহারে মানুষ সুস্থ থাকতে পারে। জরুরি অবস্থাতেও সমাধান পাবে। আরও কয়েক ধরনের ভেষজ গাছ নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি এই গাছ বাঁচিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। সে বিষয়েও মানুষকে অবগত করা হচ্ছে।
advertisement
এ প্রসঙ্গে সাঁকরাইলের বিডিও নাজিরুদ্দিন সরকার জানান, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানী, সিদ্ধা চিকিৎসাগুলি সকলের মধ্যে নিয়ে যাওয়াটাই লক্ষ্য। সেই মতো সমস্ত আশা কর্মীদের আয়ুষ মেলায় ডাকা হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে তিন দিনের এই আয়ুষ মেলার।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: গাছ-পাতায় রোগ মুক্তি! উপকারী বিভিন্ন ওষুধ বিনামূল্যে মিলছে আয়ুষ মেলায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement