Kolkata Book Fair: বইমেলায় পাঁচ দিনেই লক্ষ্য পূরণ করল এসএফআই, স্টলে দুরন্ত চমক দিল বাম ছাত্ররা
- Published by:Suman Biswas
- Written by:UJJAL ROY
Last Updated:
Kolkata Book Fair: প্রথম দিন থেকেই স্টলের সামনে প্রচুর ভিড় লেগে রয়েছে। নেতৃত্ব মনে করছে, প্রতিদিনই প্রায় রেকর্ড করার দিকে এগোচ্ছে ছাত্রসংগ্রাম পত্রিকার স্টল। বইয়ের চাহিদাও রয়েছে অনেক।
কলকাতা: পাঁচ দিলেই লক্ষপূরণ। বলা ভাল, পাঁচ দিনেই লক্ষ পার করল এসএফআই। কলকাতা বইমেলায় এসএফআইয়ের মুখপাত্র ছাত্র সংগ্রামের স্টল থেকে বইমেলার প্রথম পাঁচ দিনেই প্রায় দেড় লক্ষাধিক টাকার বই বিক্রি হয়ে যায়। আর তা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে। এসএফআই রাজ্য কমিটির এক সদস্য জানিয়েছেন, "প্রতিবারের মত এই বারও এসএফআই-এর মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার স্টল হয়েছে কলকাতা বইমেলায়। এবার স্টল হয়েছে ৯ নম্বর গেটের কাছে। স্টল নম্বর ৫১৬।''
প্রথম দিন থেকেই স্টলের সামনে প্রচুর ভিড় লেগে রয়েছে। নেতৃত্ব মনে করছে, প্রতিদিনই প্রায় রেকর্ড করার দিকে এগোচ্ছে ছাত্রসংগ্রাম পত্রিকার স্টল। বইয়ের চাহিদাও রয়েছে অনেক। গত বারের বই বিক্রিকেও পিছনে ফেলে দিচ্ছে এবারের বইয়ের চাহিদা। গতবছর স্টলে সবমিলিয়ে তিন লক্ষ আশি হাজারের একটু বেশি বই বিক্রি হয়েছিল। কিন্তু এইবছর পাঁচ দিনেই বই বিক্রি দেড় লক্ষ ছুঁয়ে ফেলেছে ছাত্রসংগ্রাম পত্রিকার স্টল। বইয়ের পাশাপাশি এবারে স্টলে বিশেষ আকর্ষণ টিশার্ট, টুপি, কফি মগ, পোস্টার, বুকমার্ক। যার চাহিদাও অনেক। তবে এর মধ্যে টিশার্টই বেশি পছন্দ করছে তরুণ তরুণীরা।
advertisement
advertisement
'ঐতিহ্য উত্তরাধিকার' বইটি এসএফআই তথা বামপন্থী ছাত্র আন্দোলনের দলিল। এই বইটি ছাত্রসংগ্রাম পত্রিকার প্রকাশনী এই বছর আবার নতুন করে ছাপিয়েছে এর চাহিদার কথা ভেবে। সেটিও ভাল বিক্রি হচ্ছে। এই পত্রিকার সম্পাদক দ্বীপ্তজিৎ দাসের খেলার মাঠ এবং রাজনীতি নিয়ে বইও পাঠকদের ভাল লেগেছে। এবারের বইমেলায় ছাত্র সংগ্রামের স্টলে স্কুলের বাচ্চা থেকে কলেজের যুবক যুবতীদের ভিড় সব চাইতে বেশি। তবে প্রবীণরাও অনেকে আসছেন বই কিনতে। বই, টিশার্ট, বুকমার্ক কেনার পাশাপাশি অনেকে আবার সংগঠন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিই ভাল লাগছে, বর্তামান প্রজন্মের বইয়ের প্রতি যেমন আগ্রহ বাড়ছে তেমনই আগ্রহ বাড়ছে বামপন্থার উপর। বর্তমান পরিস্থিতিতে যা খুব প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণও বটে। যেভাবে কোনও কোনও শক্তি দিন দিন ধর্ম, জাতপাত, রাজনীতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে বইয়ের ভূমিকা অপরিসীম। আমরা আশাবাদী বাকি দিন গুলিতে আমরা বই বিক্রিতে নতুন রেকর্ডের মাইন ফলক ছুঁতে চলেছি।"
advertisement
এই পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য এবং এসএফআই নেতা শুভজিৎ সরকার জানিয়েছেন, ''এবারের বইমেলায় ছাত্রসংগ্রাম একটি অন্যরকমের আকর্ষণ, স্কুলের বাচ্চা থেকে সদ্য কলেজে ওঠা ছেলেমেয়েরা স্টলে এসে বইয়ের খোঁজ করছে, টিশার্ট, বুকমার্ক কিনছে, SFI এর সঙ্গে যুক্ত হতে চাইছে। এটা আমাদের জন্য সত্যিই ভাল বিষয়, বাম রাজনীতিই একমাত্র বৈষম্যহীন ক্যাম্পাস এবং গণতান্ত্রিক পরিসর আনতে পারে আমাদের চারপাশে, এই বার্তাই আমরা স্টলের থেকে প্রাসিরত করছি।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 2:29 PM IST