Anubrata Mondal: শুভেন্দুর দাবিতে 'সম্মতি' তৃণমূল নেতার! জেলে বসে ফোনে কী করছেন অনুব্রত! বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Anubrata Mondal: প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটাচ্ছেন শুভেন্দু অধিকারী। ফের তাঁর নিশানায় নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস। আক্রমণ শানাচ্ছেন অনুব্রত মণ্ডলকেও।

শুভেন্দুর অভিযোগে সিলমোহর!
শুভেন্দুর অভিযোগে সিলমোহর!
বোলপুর: আগেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন জেল থেকে বসে ফোনে কথোপকথন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল। এবার সেই দাবিতে কার্যত সায় দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ। নানুর বিধানসভার বন্দর গ্রামে তৃণমূলের কর্মীসভা ছিল। আর সেই কর্মী সভার শেষে কাজল শেখ বক্তব্য রাখেন।
তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো তিনি চলছেন। তাহলে অনুব্রত মণ্ডলের সঙ্গে বিকাশ রায় চৌধুরী ফোনে কথোপকথন হচ্ছে এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতির মোবাইল চেক করলেই বোঝা যাবে তার সঙ্গে অনুব্রত মণ্ডলের জেল থেকে কথোপকথন হচ্ছে কিনা। এরপরই এক প্রকার কাজল শেখ নিজের মুখেই স্বীকার করে নিলেন, বীরভূম জেলার প্রত্যেক নেতার সঙ্গে অনুব্রত মণ্ডলের জেল থেকে যোগাযোগ রয়েছে।
advertisement
advertisement
প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটাচ্ছেন শুভেন্দু অধিকারী। ফের তাঁর নিশানায় নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলের ভেতর অনুব্রত মণ্ডলকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। সেই ফোনের মাধ্যমে সুব্রত বক্সি-সহ অন্যান্য রাজ্য তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বীরভূমের কয়েকজন বিধায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
advertisement
সম্পূর্ণ বেআইনিভাবে আসানসোল সংশোধনাগারে বসে পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের ব্লুপ্রিন্ট তৈরি করছেন অনুব্রত মণ্ডল। বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘আসানসোল জেল থেকে অবিলম্বে অনুব্রত মামলা অন্যত্র স্থানান্তরিত করা হোক। কারণ আসানসোল সংশোধনাগারে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে। তাঁকে আর পাঁচজন কয়েদি হিসেবে নয়, রাজার হালে রাখা হয়েছে বীরভূমের ছোট মুখ্যমন্ত্রীকে।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: শুভেন্দুর দাবিতে 'সম্মতি' তৃণমূল নেতার! জেলে বসে ফোনে কী করছেন অনুব্রত! বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement