Nadia News: মর্মান্তিক, সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাস এসে পিষে দিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই ব্যক্তি আজ সকাল আটটা নাগাদ বাজার করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন
শান্তিপুর: বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘাতক বাসটিকে আটক করে পুলিশ।বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সুজিত মণ্ডল বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি শান্তিপুর ব্লকের মোল্লাবের এলাকায়। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই ব্যক্তিসকাল আটটা নাগাদ বাজার করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন।
এরপর শান্তিপুর কন্দ খোলার পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক বাসটিকে আটক করে নিয়ে আসে শান্তিপুর থানায়। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
advertisement
আরও পড়ুন- DA Protest: 'রাজ্যপালের কথা শুনুন, কিন্তু...' ডিএ আন্দোলনকারীদের শুভেন্দুর বার্তায় তুঙ্গে জল্পনা
advertisement
প্রসঙ্গত, দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনার মতো ঘটনা। প্রশাসনের একাধিক সতর্কমূলক কর্মসূচি এবং অভিযানের পরেও এখনওহুঁশ ফিরছে না বেশ কিছু সাধারণ মানুষের। বেপরোয়া গাড়ি চালান, অসতর্কভাবে রাস্তা পারাপার, হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানো, নেশাগ্রস্তঅবস্থায় গাড়ি চালানো, ইত্যাদি বিভিন্ন রকম ট্রাফিক আইন অমান্য করার ফলেই দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনার মতো ঘটনা।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 10:32 AM IST