DA Protest: 'রাজ্যপালের কথা শুনুন, কিন্তু...' ডিএ আন্দোলনকারীদের শুভেন্দুর বার্তায় তুঙ্গে জল্পনা

Last Updated:

DA Protest: আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেন রাজ্যপাল। আর এর কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ''আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নিন। কিন্তু আন্দোলন জারি রাখুন।''

শুভেন্দুর আবেদন ঘিরে জল্পনা
শুভেন্দুর আবেদন ঘিরে জল্পনা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: 'রাজ্যপালের আবেদন মেনে অনশন প্রত্যাহার করা হোক। কিন্তু আন্দোলন জারি রাখুন'। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের এমনই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে শনিবার ট্যুইট করে মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যে আন্দোলন করছেন, তাতে উদ্বেগ প্রকাশ করে অনশন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয়।
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেন রাজ্যপাল। আর এর কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ''আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নিন। কিন্তু আন্দোলন জারি রাখুন। রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আপনাদের সমস্ত দাবি পূরণ করছে, ততদিন আন্দোলন জারি রাখুন। তবে রাজ্যপালের সম্মান রক্ষার্থে আপনারা অনশন তুলে নিন।''
advertisement
advertisement
advertisement
সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি শহিদ মিনারে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ যে আন্দোলন করছেন, সেই মঞ্চেও যেতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার ট্যুইট করে অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেও বকেয়া ডিএ- র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন জারি রাখার বার্তা দিলেন শুভেন্দু।
advertisement
শনিবার সন্ধ্যাবেলায় ট্যুইট করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনশনরত আন্দোলনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।পাশাপাশি সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধও জানান রাজ্যপাল। রাজ্যপাল ট্যুইটে লেখেন, "রাজ্যপাল গভীরভাবে উদ্বিগ্ন কর্মচারীদের অনশন আন্দোলন নিয়ে, যা চতুর্থ সপ্তাহে পড়েছে৷ এই সমস্যার সমাধান জটিল, কিন্তু সব সময় সমাধান সূত্র থাকে। আমাদের ভাইদের জীবন গুরুত্বপূর্ণ। রাজ্যপাল অনুরোধ করছেন, যাঁরা অনশন করছেন তাঁরা এই আন্দোলন শেষ করুন এবং অনুরোধ করছেন সব পক্ষকে আলোচনায় বসে একটি সঠিক সমাধান সূত্র বের করতে।" এবার রাজ্যপালের সেই আবেদনের প্রেক্ষিতে ট্যুইটও করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Protest: 'রাজ্যপালের কথা শুনুন, কিন্তু...' ডিএ আন্দোলনকারীদের শুভেন্দুর বার্তায় তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement