Scam: চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র

Last Updated:

Scam: কাদের পৌঁছে দেওয়া হয়েছিল নথি? শান্তনুকে জেরা করে আপাতত তারই হদিশ পাওয়ার চেষ্টা করছে ইডি-র তদন্তকারীরা।

শান্তনুর বিস্ফোরক দাবি?
শান্তনুর বিস্ফোরক দাবি?
কলকাতা: চাকরি-বিক্রিতে দলীয় যোগ রয়েছে বলে জেরায় স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জেরায় শান্তনু দাবি করেছেন চাকরিপ্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাঁদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে।
কাদের পৌঁছে দেওয়া হয়েছিল নথি? শান্তনুকে জেরা করে আপাতত তারই হদিশ পাওয়ার চেষ্টা করছে ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত নগদ ও সোনা উদ্ধার মিলিয়ে ১১১ কোটি টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়ি থেকে যে ৩০০ জনের লিস্ট পাওয়া গিয়েছিল, তারমধ্যে যে ১০ জন চাকরি পেয়েছিল, তাদের তলবের প্রক্রিয়া শুরু করল ইডি। হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করেছে ইডি। গত ২০ জানুয়ারিই এই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। সেই সময় তাঁর বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের নাম, অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র পাওয়া গিয়েছিল।
advertisement
তাঁর বাড়িতে কীভাবে এসেছিল ওই সব নথি? নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক? সে সবই তাঁর কাছে জানতে চেয়েছিলেন ইডির আধিকারিকেরা। কিন্তু, সেই সমস্ত প্রশ্নের সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি ওই তৃণমূল নেতা। সূত্রের খবর, শান্তনুর সঙ্গে কুন্তলের একাধিক আর্থিক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। তাছাড়া, নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের সঙ্গে নাকি কুন্তলের পরিচয় করিয়ে দিয়েছিলেন এই শান্তনুই। ইডি-র দাবি, এই শান্তনুই নাকি ঠিক করতেন, কত টাকায় স্কুলের চাকরি বিক্রি করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement