TRENDING:

Howrah News | Viral | Fish: জলেই লাফিয়ে লাফিয়ে মরছে শ'য়ে শ'য়ে মাছ! মুহূর্তে খালি! অবাক ঘটনা হাওড়ার পুকুরে!

Last Updated:

Howrah News | Viral | Fish: পুকুরের জলে থাকতে পারছে মাছেরা। লাফিয়ে বাঁচার চেষ্টা করছে। শয়ে শয়ে মাছের মৃত্যু! যা ঘটল হাওড়ার পুকুরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পুকুরের জলে কাতরাচ্ছে মাছ, কারখানার দূষিত জল এসে পুকুরের মাছ মারা পড়ল আমতায়। পুকুরের জল থেকে লাফিয়ে উঠছে মাছ। জলে ছটফট করে মারা পড়ছে একের পর এক মাছ। এমন দৃশ্য চাক্ষুষ করল এলাকার মানুষ। পুকুর ভর্তি মাছ এভাবেই যেন মুহূর্তে উজার হয়ে গেল আমতা জঞ্জালীচকের একটি প্রায় চার বিঘা আয়তনের পুকুরে। লক্ষ লক্ষ টাকা খরচ করে পুকুরে মাছ চাষ করে সর্বস্বান্ত চাষী তুফান মন্ডল এবং তাঁর তিন ভাই । পুকুরে রুই কাতলা বাটা মৃগেল সিলভার কাপ আমেরিকান রুই এমনকি সিঙ্গী ট্যাংরার মত কড়া জানের মাছ মারা পড়েছে।
advertisement

কুইন্টাল কুইন্টাল মাছ পুকুরে মরে ভাসছে।বুধবার সকালে মাথায় বাজ পড়ার মত ঘটনা ঘটে গেল। প্রথমে এলাকার মানুষ সকলের আলো ফুটতেই দেখে পুকুরে মাছ ভেসে উঠছে। তারপর খবর যায় মাছ চাষী তুফান মন্ডলের বাড়ি। তুফান মন্ডল জানান, পুকুর পাড়ে এসে দেখি মাছ মরে ভাসছে। মাছ শুষে আসছে বিষ খাওয়ার মত। তিনি জানান, পার্শ্ববর্তী কারখানার দূষিত জল মিশেই এই ঘটনা। অভিযোগ স্থানীয় মানুষ থেকে মাছ চাষীর।জানা যায় এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা। স্থানীয়দের কথায়, বিগত তিন থেকে চার বছর ধরে দূষিত জল নিয়ে সমস্যার সম্মুখীন। মাছ চাষের ক্ষতির পাশাপাশি স্থানীয় মানুষ জল ব্যবহারে ভয় পাচ্ছেন। ওই এলাকার মানুষ পুকুরের জল ব্যবহারে বেশি অভ্যস্ত। বাসন মাজা সবজি ধোয়া ও সংসারে ব্যবহার থেকে স্নান করা। মাছের ক্ষতির পাশাপাশি চাষাবাদেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

advertisement

আরও পড়ুন:  স্কুল আছে! ছাত্র-ছাত্রীও আছে! তারপরেও হাইস্কুলের এই দশা? জানলে অবাক হবেন

আরও পড়ুন:

View More

মাছ চাষী ও এলাকাবাসীর অভিযোগ একাধিকবার কোম্পানিকে জানিয়ে কোন লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জেলে জানান, আগে এ ধরনের ঘটনা চোখে পড়েনি তবে এবার দেখলাম। কষ্ট করে ও খরচ করে চাষী মাছ চাষ করেছিল। তা ক্ষতি হয়েছে কারখানার দূষিত জলে। এ বিষয়ে ক্ষতিপূরণের আশা করছি। তিনি আরো বলেন দূষিত জলে মাছ চাষে ক্ষতি হয়েছে। তবে চাষাবাদী বা ধান চাষে এখনও পর্যন্ত সেভাবে ক্ষতি দেখা যায়নি। এমন ঘটনা পুনরায় না ঘটে সে বিষয়ে প্রশাসনকে জানানো হবে বলে আশ্বাস দেন। এদিন স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্ট বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News | Viral | Fish: জলেই লাফিয়ে লাফিয়ে মরছে শ'য়ে শ'য়ে মাছ! মুহূর্তে খালি! অবাক ঘটনা হাওড়ার পুকুরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল