কুইন্টাল কুইন্টাল মাছ পুকুরে মরে ভাসছে।বুধবার সকালে মাথায় বাজ পড়ার মত ঘটনা ঘটে গেল। প্রথমে এলাকার মানুষ সকলের আলো ফুটতেই দেখে পুকুরে মাছ ভেসে উঠছে। তারপর খবর যায় মাছ চাষী তুফান মন্ডলের বাড়ি। তুফান মন্ডল জানান, পুকুর পাড়ে এসে দেখি মাছ মরে ভাসছে। মাছ শুষে আসছে বিষ খাওয়ার মত। তিনি জানান, পার্শ্ববর্তী কারখানার দূষিত জল মিশেই এই ঘটনা। অভিযোগ স্থানীয় মানুষ থেকে মাছ চাষীর।জানা যায় এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা। স্থানীয়দের কথায়, বিগত তিন থেকে চার বছর ধরে দূষিত জল নিয়ে সমস্যার সম্মুখীন। মাছ চাষের ক্ষতির পাশাপাশি স্থানীয় মানুষ জল ব্যবহারে ভয় পাচ্ছেন। ওই এলাকার মানুষ পুকুরের জল ব্যবহারে বেশি অভ্যস্ত। বাসন মাজা সবজি ধোয়া ও সংসারে ব্যবহার থেকে স্নান করা। মাছের ক্ষতির পাশাপাশি চাষাবাদেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন: স্কুল আছে! ছাত্র-ছাত্রীও আছে! তারপরেও হাইস্কুলের এই দশা? জানলে অবাক হবেন
আরও পড়ুন:
মাছ চাষী ও এলাকাবাসীর অভিযোগ একাধিকবার কোম্পানিকে জানিয়ে কোন লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জেলে জানান, আগে এ ধরনের ঘটনা চোখে পড়েনি তবে এবার দেখলাম। কষ্ট করে ও খরচ করে চাষী মাছ চাষ করেছিল। তা ক্ষতি হয়েছে কারখানার দূষিত জলে। এ বিষয়ে ক্ষতিপূরণের আশা করছি। তিনি আরো বলেন দূষিত জলে মাছ চাষে ক্ষতি হয়েছে। তবে চাষাবাদী বা ধান চাষে এখনও পর্যন্ত সেভাবে ক্ষতি দেখা যায়নি। এমন ঘটনা পুনরায় না ঘটে সে বিষয়ে প্রশাসনকে জানানো হবে বলে আশ্বাস দেন। এদিন স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
রাকেশ মাইতি