Purulia News | School: স্কুল আছে! ছাত্র-ছাত্রীও আছে! তারপরেও হাইস্কুলের এই দশা? জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News | School: হাইস্কুলের অবস্থা জানলে অবাক হবেন! ছাত্র-ছাত্রী আছে। স্কুলটিও ভাল। তবে সমস্যা কোথায়? জানুন
পুরুলিয়া : স্কুল আছে ছাত্র-ছাত্রী আছে নেই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। বিশেষত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে। তাদের পরীক্ষার আগেও নেই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা। ঘটনা পুরুলিয়া জেলার ঝালদা দু নম্বর ব্লকের চাতামবাড়ী হাই স্কুলের। স্কুল সূত্রে জানা গিয়েছে , এ বিদ্যালয় মোড় ছাত্র-ছাত্রীদের সংখ্যা ২ ,৬০০ জন। তার মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ৬৯৩ জন পড়ুয়া রয়েছে।
মাধ্যমিক স্তরে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও উচ্চ মাধ্যমিক স্তরে নেই যথাযথ শিক্ষক যার ফলে পঠন-পাঠনে জন্য অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিও কোনও সুরাহা মেলেনি। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়েও বিশেষ কিছু বলতে পারেননি চাতামবাড়ী হাই স্কুলের ডি আই সি সুদেব চন্দ্র মাহাত।
এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের বক্তব্য , তাদের পড়াশোনা করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর্থিক সমস্যা থাকার কারণে অনেকেই প্রাইভেটে টিউশন নিতে পারছে না। প্র্যাকটিকালের বিষয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়ছে।
advertisement
advertisement
পুরুলিয়া জেলার অন্যান্য স্কুল গুলির মধ্যে অন্যতম চাতামবাড়ী হাই স্কুল। বহু ছাত্র – ছাত্রীরা এই স্কুলের উপরে নির্ভরশীল পঠন-পাঠনের জন্য। উচ্চমাধ্যমিক স্তরে পঠনরত ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার অভাবে অনেকটাই সমস্যার মুখে রয়েছে । আগামী দিনে তাদের ভবিষ্যৎ নিও যথেষ্ট চিন্তিত অভিভাবকেরা। কবে এই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা থাকবে সেই দিনের অপেক্ষায় রয়েছে তারা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 9:06 PM IST