TRENDING:

Howrah News: যাত্রী তুলতে হবে নিজের টোটোয়, বচসা থেকে মারামারি, পরে মর্মান্তিক মৃত্যু

Last Updated:

যাত্রী তোলাকে কেন্দ্র করে হাতাহাতি দুই টোটো চালকের, মৃত ১, প্রতিবাদে বিক্ষোভ, ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামীণ হাওড়ার আমতায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা থেকে হাতাহাতি দুই টোটো চালকের, মৃত ১, প্রতিবাদে বিক্ষোভ, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামীণ হাওড়া আমতা থানার নারিটে। জানা গেছে, মৃত টোটো চালকের নাম শেখ আনোয়ার।
 Two Toto drivers fight over picking up passengers,One died- Photo-Representative
Two Toto drivers fight over picking up passengers,One died- Photo-Representative
advertisement

নারিট পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ আনোয়ার। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় টোটো স্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে আনোয়ারের সাথে আরেক টোটো চালক উত্তম বাগের সঙ্গে তুমুল বচসা শুরু হয়।

Two Toto drivers fight over picking up passengers,One died

advertisement

অভিযোগ, বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয়। এমনকি উত্তম আনোয়ারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তবে, ওই সময় সেখানে বহু মানুষ থাকলেও কেউ এগিয়ে আসনি তাদের ছাড়াতে।

আরও পড়ুন - Ind vs Eng: রোহিত শর্মার পর ফের করোনা সংক্রমণ, ভারত বনাম ইংল্যান্ড সিরিজে চিন্তার মেঘ

খবর যায় আনোয়ারের পাড়ায়। পরে আনোয়ারের এলাকার লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে অবস্থার অবনতি দেখা দিলে। আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আনোয়ারকে।

advertisement

সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বলে জানা যায়। এরপরই অভিযুক্ত টোটো চালক উত্তম বাগকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

RAKESH MAITY

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: যাত্রী তুলতে হবে নিজের টোটোয়, বচসা থেকে মারামারি, পরে মর্মান্তিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল