TRENDING:

Howrah News: রঙবেরঙের পুঁতিতে রঙিন হয়ে উঠছে মেয়েদের জীবন, বাড়ছে রোজগার

Last Updated:

পুঁতি'তে স্বনির্ভর মহিলারা, পুঁতি দিয়ে তৈরি হচ্ছে সৌখিন জিনিস, তৈরি হচ্ছে রঙ বেরঙের আকর্ষণীয় নানা জিনিস, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, পার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া:  পুঁতি'তে স্বনির্ভর মহিলারা। পুঁতি দিয়ে তৈরি হচ্ছে সৌখিন জিনিস। পুঁতি দিয়ে তৈরি হচ্ছে রঙ বেরঙের আকর্ষণীয় নানা জিনিস। মহিলাদের ভ্যানিটি ব্যাগ, পার্স, ঘর সাজাতে সিংহাসন, কয়েন ব্যাগ, গোপাল ঠাকুর, ওয়াল হ্যাঙ্গিং গণেশ ও আরও কত কি! হাওড়ার বাগনানের বেশ কয়েকটি গ্রামে তৈরি হয় এই সমস্ত জিনিস। পুঁতির বিভিন্ন সৌখিন জিনিস তৈরি হচ্ছে মহিলাদের হাতে। দিনে দিনে পুঁতির তৈরি জিনিসের চাহিদাও বাড়ছে। দেখলেই মন আকর্ষণ করে ক্রেতার। হাওড়ার বিভিন্ন মেলার স্টলেও এই জিনিস পাওয়া যাচ্ছে।
advertisement

বাগনানের দিপমালিতা, চাকুর, কল্যাণপুর সহ কয়েকটি গ্রামে এই পুঁতির কাজ হয়ে থাকে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রশিক্ষণ নিয়ে এই কাজ করছেন। প্রতিদিন সংসার সামাল দিয়ে এই কাজ করছেন মহিলারা। সংসার সামলে নিজেরা স্বনির্ভর হচ্ছে।

আরও পড়ুন -  High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

advertisement

বাড়িতে বসেই ১০০ থেকে ১৫০ টাকা উপার্জন করছে দিনে। ধীরে ধীরে এই কাজে আগ্রহ বাড়ছে মহিলাদের। এর কাঁচামাল আমদানি হয় কলকাতার বড় বাজার থেকে। শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন পুঁতির জিনিস। বেশিরভাগটাই বড় বাজারে চলে যায়। সেখান থেকেই ডিজাইন নিয়ে আসা হয়। সেই মতই কাজ হয় গ্রামে। তবে জেলার বিভিন্ন মেলার স্টলেও বেশ সারা মিলছে পুঁতির তৈরি জিনিসের।

advertisement

আরও পড়ুন -  দু'হাত জোড় করে মায়ের সামেন শ্রদ্ধা ভরপুর, তারা মায়ের পুজো দিলেন মদন মিত্র, রইল ভিডিও

আগামীতে এই শিল্পে উজ্জ্বল ভবিষ্যৎ মনে করছেন শিল্পীরা। এক ব্যবসায়ী সুভাষ মাইতি জানান, তৈরি জিনিসের চাহিদা রয়েছে। আরও চাহিদা বাড়ছে। তাঁর অধীনে প্রায় ৪০ থেকে ৪৫ জন মহিলা কাজ করেন। তিনি জানান, আরও বহু মহিলা এই কাজের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক। পুঁজি কম থাকায় সেভাবে এগোনা সম্ভব হচ্ছে না। সরকারি সহযোগিতা পেলে আরও বেশি সুবিধা হবে বলে জানান সুভাষ বাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: রঙবেরঙের পুঁতিতে রঙিন হয়ে উঠছে মেয়েদের জীবন, বাড়ছে রোজগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল