যদিও সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল এ ঘটনায় তিনি ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে ফোনে কথা বলেন। পঞ্চায়েত সদস্য তাঁকে জানান এগুলো পুরানো ভোটার কার্ড। নতুন ভোটার কার্ড করিয়ে দেওয়া হয়েছে। তবে পুরাতন হোক বা নতুন ভোটার কার্ড হোক সেটা যার ভোটার কার্ড সেই ব্যক্তির নিকট থাকা উচিৎ। সেই কার্ড কেন ওই পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনের নর্দমাতে এলো তা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
advertisement
আরও পড়ুন: নতুন আতঙ্ক! বিষাক্ত মাকড়সার কামড় ঝলসে গেল মহিলার হাত! ছবি দেখলে শিউরে উঠবেন!
এছাড়াও তিনি জানান ব্লকের বিডিওকে জানাবেন পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক স্তরেও তিনি কথা বলে এই ঘটনার তদন্ত করে দেখবেন। এই বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছ থাকা উচিৎ বলেই দাবি করেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। যদিও গোটা বিষয়টিকে নিয়ে মুখ খুলতে রাজি হন নি কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবেন পাত্র। পঞ্চায়েতের সদস্যের বাড়ির কাছ থেকে কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি করে এত কার্ড এলো তা নিয়ে উঠছে প্রশ্ন।
রাকেশ মাইতি