Midnapore News: নতুন আতঙ্ক! বিষাক্ত মাকড়সার কামড় ঝলসে গেল মহিলার হাত! ছবি দেখলে শিউরে উঠবেন!

Last Updated:

Midnapore News: এবার বিষাক্ত মাকড়সার আতঙ্ক ! কামড় দিলেই জ্বলে যাচ্ছে চামড়া! ভয়াবহ অবস্থা হল মহিলার! সাবধান হন এখনই!

জেলা স্বাস্থ্য দফতর 
জেলা স্বাস্থ্য দফতর 
#পটাশপুর: অন্যান্য দিনের মতো বাড়ির উঠোনেই গৃহস্থালির কাজ করছিলেন বছর ৪২ এর মহিলা মঞ্জু দাস। কিন্তু বাড়ির উঠোনেই বিপদ যে ঘাপটি মেরে আছে তা তিনি বুঝতেই পারেননি। অবশেষে প্রায় ১০ দিনের চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফিরল ওই মহিলা। বাড়ি উঠোনেই ওই মহিলাকে বিষাক্ত মাকড়সা কামড়ে দেয়। আর তাতেই প্রায় প্রাণ সংশয় হয়ে উঠেছিল মঞ্জু দাসের। মঞ্জু দাস এর পরিবার দাবি করে ওই মাকড়সা ট্যারেন্টুলা।
বিষাক্ত মাকড়সার কামড়ে হাত ঝলসে ফোসকা পড়ে পটাশপুর ২ নম্বর ব্লকের মধ্য চল্লিশের মহিলা মঞ্জু দাসের। নভেম্বরের হালকা শীতের সকালে বাড়ির উঠোনে জ্বালানি রোদে দিয়েছিলেন সেই জ্বালানি তুলতে গেলে বিপত্তি। জ্বালানি তোলার সময় একটি মাকড়সা উঠে বসে ওই মহিলার বাঁ হাতে। এক পর্যায়ে মাকড়সাটি কামড় দেয় মহিলার হাতে। কামড় দেয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় ফেটে পড়ে ওই মহিলা। মহিলার পরিবারের লোকজন মাকড়সাটিকে মেরে প্যাকেট বন্দি করে মহিলাকে নিয়ে স্থানীয় কোয়াক ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য।
advertisement
মহিলার ঝলসানো হাত! মহিলার ঝলসানো হাত!
advertisement
কিন্তু সময় যত গড়ায় ব্যথা ও যন্ত্রণার তীব্রতা তত বাড়তে থাকে এবং গোটা হাতে ফোসকা পড়লে মহিলা সহ মহিলার বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরের দিন বাড়ির লোক তাঁকে ভর্তি করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় ১০ দিনের ধরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চলে চিকিৎসা। চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ওই বছর ৪২ এর মহিলা মঞ্জু দাস। বাড়ি পটাশপুর- ২ ব্লকের নোনাকৌড়দার। তাঁর হাতের ত্বক ঝলসে যাওয়ার কথা নিশ্চিত করেছেন এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার সমীর আচার্য।
advertisement
হাতে তৈরি হওয়া ক্ষত ধীরে ধীরে শুকোতে শুরু করেছে এবং তা ভাল হতে আরও কিছুদিন সময় লাগবে। আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসক৷ হাসপাতালের চিকিৎসক তপেন্দু মান্না বলেন, ' ওই মহিলা জানিয়েছিলেন, তাঁকে ট্যারান্টুলায় কামড়েছে। বিষাক্ত মাকড়সায় কামড়ালে যে ক্ষত তৈরি হতে পারে, মানুষের ত্বক নষ্ট করে দিতে পারে, এই ঘটনা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।' মহিলার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সকালবেলা বাড়ির উঠোনে কাজ করতে গিয়ে আরেকটু হলে প্রাণ সংশয় হয়ে পড়ছিল মঞ্জু দাসের। এই যাত্রায় প্রাণ বাঁচলেও আতঙ্ক এখনও কাটেনি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: নতুন আতঙ্ক! বিষাক্ত মাকড়সার কামড় ঝলসে গেল মহিলার হাত! ছবি দেখলে শিউরে উঠবেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement