Aindrila Sharma: ফাইট ঐন্দ্রিলা! প্লিজ ফিরে আয়! মেয়ের জন্য ভগবানের কাছে কাঁদছেন ঐন্দ্রিলার আর এক মা!

Last Updated:

Aindrila Sharma: ঐন্দ্রিলাকে ফিরতেই হবে। সব্যসাচীর জন্য। তাঁর ভালবাসার মানুষদের জন্য! মেয়েকে ফিরে পেতে দিনরাত প্রার্থনা করছেন ঐন্দ্রিলার আর এক মা! চোখে জল নিয়ে মা করুণাময়ীকে ডাকছেন!

oindrila sharma
oindrila sharma
#কলকাতা: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা স্থিতিশীল নয়। ‍তাঁর মস্তিষ্কে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে দিকে অস্ত্রোপচার করা হয়, তার বিপরীত দিকে বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেঁধেছে। তবে এ বার আর অস্ত্রোপচার করা হবে না জানা গিয়েছে। ওষুধের সাহায্যে সেই জমাট বাঁধা রক্ত বের করার চেষ্টা করা হচ্ছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ঐন্দ্রিলার। রয়েছে জ্বরও। এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের প্রেসার। নায়িকার বাড়ির লোকের সঙ্গে না খেয়ে দেয়ে রাতের পর রাত জেগে প্রার্থনা করে যাচ্ছেন প্রেমীক সব্যসাচীও। গোটা বাংলা দেখছে এক অমর প্রেম কাহিনি। এই সময় চুপ নেই টলিউডও একের পর এক প্রার্থনা উঠে আসছে সোশ্যাল মাধ্যমে!
পরমব্রত থেকে জিতু কমল, বিদিপ্তা সকলেই প্রার্থনা করছেন ঐন্দ্রিলা জন্য। জিতু কমল তো আবার নিজের প্রোফাইল পিকচারে সব্যসাচীর ছবি রেখেছেন। এই লড়াই শুধু ঐন্দ্রিলার নয়, সব্যসাচীরও। ২০১৯ সালে সান বাংলায় শুরু হয়েছিল 'জিয়নকাঠি' ধারাবাহিক। সেখানে এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। আর পর্দায় তাঁর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল রিমঝিম গুপ্তকে। পর্দার মেয়েকে নিজের মেয়েই মনে করতেন রিমঝিম। মা বলেই ডাকতেন ঐন্দ্রিলাকে। আজ মেয়ের এই অবস্থায় বুক কেঁপে উঠল পর্দার মায়েরও। মা-মেয়ের লড়াইয়ের গল্প ছিল 'জিয়নকাঠি'। বহুদিন পর সিনেমা নয়, ছোট পর্দায় এই ধারাবাহিক দিয়েই অভিনয় শুরু করেন রিমঝিম। সে সময় ঐন্দ্রিলা তাঁকে বলেছিলেন, তুমি তো নায়িকা। কেন মায়ের চরিত্রে অভিনয় করছো?
advertisement
advertisement
আজ সোশ্যাল মাধ্যমে নিজের পর্দার মেয়ের জন্য প্রার্থনা করলেন রিমঝিমও। তিনি লিখলেন, 'ঐন্দ্রিলা। অনেক বছর বসার পর জিয়ন কাঠি আমার কামব্যাক ছিল। আমি ৭৫ কিলো, ওভার-ওয়েট। লীনাদি অর্কদা বললো হিরোইনের মায়ের চরিত্র। একটু ভেবেছিলাম। তোর সঙ্গে দেখা আর এখানে হিরোইনের মা ছিলাম বলতে কিন্তু তোর আর আমার লড়াইয়ের গল্প। শ্বশুরবাড়িতেও তোর সাথেই ঢুকেছিলাম। তুই বললি, তুমি হিরোইন হয়ে মায়ের চরিত্র কেন করছো?"
advertisement
তিনি আরও লেখেন, "তুই-ই একজন ছিলিস যে সকলের জন্য চিন্তা করত, যত্ন করত। তোর কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। তোর হাসিতে পুরো ফ্লোর আটকে থাকত। ওই হাসিটা আবার দেখবো। সব সময় তোকে মা বলতাম। আমার অনস্ক্রিন মেয়ে ছিলি যে।তারাতারি ফিরে আয়। ইউ আর এ ফাইটার। মা করুণাময়ীকে ডেকেওছি তোর জন্য। সবাই তোর জন্য প্রে করছে। ফাইট ঐন্দ্রিলা। প্লিজ ফাইট।" এই পোস্ট লিখে আবেগে ভাসলেন ঐন্দ্রিলার আর এক মা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma: ফাইট ঐন্দ্রিলা! প্লিজ ফিরে আয়! মেয়ের জন্য ভগবানের কাছে কাঁদছেন ঐন্দ্রিলার আর এক মা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement