ইতিহাসের পাতায় আরও একবার স্থান করে নিল হাওড়া জেলার উদয়নারায়ণপুর। বহু প্রাচীন নথি, স্বাধীনতার বছরের সংবাদ পত্র সহ বেশ কিছু ঐতিহাসিক সম্ভার নিয়ে হাওড়া জেলার উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ে তৈরি হল মিনি সংগ্রহশালা।এই সংগ্রহশালায় গেলেই দেখতে পাবেন স্বাধীনতা সমসাময়িকসংবাদপত্র ছাড়াও উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরের খননকার্যে পাওয়া বিভিন্ন জিনিসপত্র। যেমন বেলজিয়ামের কাচের জগ, জমিদার রামপ্রসন্ন রায়কে লেখা বিদ্যাসাগরের চিঠির অনুলিপি।
advertisement
আরও পড়ুন: নুন দিয়ে কাঁচা আম খেলে কী হয়? কোন কোন রোগে কাজে দেয়? জানুন
এছাড়াও এই সংগ্রহশালায় রয়েছে ডিসপ্লে বোর্ড। যেখানে স্থান পেয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রায় গুণাকর ভারতচন্দ্র রায়, রায়বাঘিণী রাণী ভবশঙ্করী, আলামোহন দাশ, মাধবীলতা দেবী, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ ডঃ সত্যবান রায় সহ উদয়নারায়ণপুর তথা হাওড়া জেলার বিশিষ্ট ব্যাক্তিত্বরা।
আরও পড়ুন: রামনবমীতে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা! শোভাযাত্রায় কী কী নির্দেশ থাকছে হাইকোর্টের? জানুন
শুধু তাই নয় এই ডিসপ্লে বোর্ডে স্থান পেয়েছে উদয়নারায়ণপুর ও বিধিচন্দ্রপুরের জমিদার বাড়ি, গড়ভবানীপুরের গোপীনাথ জীউ ও মনিনাথ মন্দির, আসন্ডা শ্রীধর জিউ , পেঁড়ো ভারত চন্দ্রের স্মৃতি মন্দির, আঁটপুর বিবেকানন্দের সন্ন্যাস গ্রহণের ধুনীকুন্ড, বর্ধমান রাজের আমলে দেওয়ান কৃষ্ণচন্দ্র নির্মিত রাধা গোবিন্দ মন্দির, তারকেশ্বর শৈবমঠ সহ উদয়নারায়ণপুর ও তারপার্শ্ববর্তী এলাকার প্রায় ১৩ টি মন্দির, জমিদার বাড়ি, ও এলাকার বেশ কিছু ঐতিহ্যের বিভিন্ন ছবি। এছাড়াও সংগ্রহশালায় রয়েছে মহাবিদ্যালয়ের কোষাধ্যক্ষ সুখেন্দু চন্দ্রের পিতা স্বর্গীয় কাশীনাথ চন্দ্রের সংগ্রহের কিছু প্রাচীন জিনিস।
এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অরবিন্দ ঘোষ জানান আগামীতে এই এলাকার আরও প্রাচীন ঐতিহ্য কে এই সংগ্রহশালায় রাখা হবে।কলেজের কোষাধ্যক্ষ সুখেন্দু চন্দ্র বলেন এই সংগ্রহশালার মাধ্যমে পড়ুয়া সহ এলাকার মানুষজন জেলার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
রাকেশ মাইতি