Ram Navami 2024: রামনবমীতে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা! শোভাযাত্রায় কী কী নির্দেশ থাকছে হাইকোর্টের? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Ram Navami 2024: রাম নবমীতে নজরদারি চালাতে সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ও ড্রোনের!
কলকাতা: দেশজুড়ে ব্যাপক আড়ম্বরের সঙ্গে পালিত হয় রামনবমী। এই দিনে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। রামনবমীতে শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ জানা যাচ্ছে, রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে! নজরদারি চালাতে সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ও ড্রোনের! শোভাযাত্রার রুটে হাইরাইজ থেকে চলবে নজরদারি হাইরাইজে পুলিশ মোতায়েন করা হবে! এলাকায় টহলদারিতে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনী এছাড়া বাড়তি পুলিশ ফোর্স মেতায়েন থাকছে! জয়েন্ট সিপি ও ডিসিপি র্যাঙ্কের পুলিশ থাকবে দায়িত্বে!
সাগরদিঘি, সামশেরগঞ্জ, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরেও রামনবমী নিয়ে বিশেষ সতর্কতা প্রশাসনের! হাইকোর্টের নির্দেশ মেনে চলছে নজরদারিসিসিটিভি, ড্রোনেও নজরদারিশেভাযাত্রার রুটে বাড়িত পুলিশ ফোর্স মেতায়েন থাকবে!
advertisement
ছোট বড় মিলিয়ে প্রায় ৫০টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে কলকাতা শহরে! সদস্য থাকতে হবে ২০০ এর মধ্যে!কোনও অস্ত্র, ডিজে ব্যবহার করা যাবে না।যে রুট গুলোতে র্যালি বেরোবে ফোর্স মোতায়েন থাকবে।পিকেট থাকবে একাধিক জায়গায় শোভাযাত্রার সঙ্গেও ফোর্স থাকবে জয়েন্ট সিপি ও ডিসি পদ মর্যাদার অফিসারদের নজরদারি থাকবে পুরো বিষয়ে!
advertisement
Amit sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 9:45 PM IST