খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের (৩১ নং) কাউন্সিলর ইমানুর রহমান, তিনি ঘটনাস্থলে আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। স্থানীয়দের অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডের দীর্ঘদিন ধরে এই সমস্ত শিশুর ভ্রুণ ফেলা হচ্ছে। এই সমস্ত মৃত শিশুর ভ্রুন গুলিকে কাকে বা কুকুরে এলাকার বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে ফেলছে এমন ঘটনা আগে ঘটেছে বলে জানায় স্থানীয় মানুষ।
advertisement
আরও পড়ুন: ফরাসী প্রেমিকা! বাঙালি যুবকের প্রেমে প্যারিস থেকে পান্ডুয়া এলেন কনে! রইল বিয়ের বিশেষ ভিডিও
তাদের অভিযোগ, পুরসভাকে এ বিষয়ে জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। উলুবেরিয়া পুরসভা এলাকার একাংশের মানুষ অভিযোগ তুলছেন, ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ, তা নিষিদ্ধ থাকলেও উলুবেড়িয়ার নার্সিংহোম গুলিতে প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলছে ভ্রূণ হত্যা। সেই কাজের নমুনা এগুলি। এ প্রসঙ্গে উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান, ইমানুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের জন্য একটি টিম গঠন করা হবে।
রাকেশ মাইতি