নদীপথে আমতার দামোদর পশ্চিম পাড়ে, মায়ের স্বপ্ন দেশ পেয়ে খরস্রোতা দামোদর নদী পেরিয়ে গিয়ে দেখেন একটি পাথরের খন্ড, সেটি উদ্ধারের পর সেখানে প্রতিদিন পুজো করতে যেতেন তিনি, কথিত রয়েছে প্রতিদিন জটাধারী চক্রবর্তী নদী পেরতেন কুমিরের পিঠে চড়ে। তারপর আবার মায়ের স্বপ্নদেশে পেয়ে মাকে নিয়ে আসেন নিজের ডেরায় সেখানেই বর্তমান মন্দির বিরাজ করছে।
advertisement
আরও পড়ুন - Earthquake News: নেপালে ভূমিকম্পের উৎসস্থল, কেঁপে গেল পটনা
বর্তমানে ২৬৭টি সেবাইত পরিবার, মন্দিরে সারা বছর মায়ের দুই বেলা পুজো অনুষ্ঠান ভোগ নিবেদন, প্রতি বছর যেমন নিয়ম মেনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়, সেই সঙ্গে দুর্গা পুজো কালী পুজোতে বিশেষ পুজো অনুষ্ঠান, আসন্ন দীপান্বিতা কালীপুজো তার প্রস্তুতি চলছে জোর কদমে।
আরও পড়ুন - BEL Recruitment 2022: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন হতে পারে ৫৫ হাজার অবধি
মায়ের মন্দিরে একদিকে রয়েছে দুর্গেশ্বর শিবের মন্দির অন্যদিকে রঘুনাথের মন্দির এবং সামনে ওলাইচণ্ডী মন্দির। মন্দিরের প্রবেশে বিশাল আকার সিংহ দুয়ার, জনা যায়, দামোদর নদীপথে কলকাতার এক ব্যবসায়ী লবণের ব্যবসা করতে যেতেন, আমতা সংলগ্ন তার লবণ বোঝাই জাহাজ ডুবে যায় তারপর মা চন্ডী মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনিই মা মেলাই চণ্ডীর মন্দির নির্মাণ করেন।
রাকেশ মাইতি