BEL Recruitment 2022: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন হতে পারে ৫৫ হাজার অবধি
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
#কলকাতা: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ (ইলেকট্রনিক্স), প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল), ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (ইলেকট্রনিক্স), ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল), ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল) পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ১ (ইলেকট্রনিক্স)- ৭টি পদ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ১ (মেকানিক্যাল)- ৫টি পদ
ট্রেনি ইঞ্জিনিয়ার- ১ (ইলেকট্রনিক্স)- ১২টি পদ
advertisement
ট্রেনি ইঞ্জিনিয়ার- ১ (মেকানিক্যাল)- ৬টি পদ
ট্রেনি ইঞ্জিনিয়ার- ১- (কম্পিউটার সায়েন্স)- ৩টি পদ
ট্রেনি ইঞ্জিনিয়ার- ১- (সিভিল)- ১টি পদ
মোট পদের ৪% প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড |
পদের নাম | প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ (ইলেকট্রনিক্স), প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল), ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (ইলেকট্রনিক্স), ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল), ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল) |
শূন্যপদের সংখ্যা | ৩৫ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭-১০-২০২২ |
advertisement
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রজেক্ট ইঞ্জিনিয়ারের– ১ (ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশনে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ১ (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রি
ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (ইলেক্ট্রনিক্স)- ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশনে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রি
advertisement
ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (কম্পিউটার সায়েন্স): কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রি
ট্রেনি ইঞ্জিনিয়ার-১ (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রি
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ (ইলেকট্রনিক্স) এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ (মেকানিক্যাল) পদে আবেদনের জন্য বয়সের উর্দ্ধসীমা ৩২ বছর এবং অন্যান্য বাকি পদগুলির জন্য বয়সের উর্ধ্বসীমা আবেদনের শেষ তারিখ অনুযায়ী ২৮ বছরের মধ্যে হতে হবে।
advertisement
এসসি/এসটি বিভাগের প্রার্থীদের জন্য বয়সের উচ্চসীমায় ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের শিথিলতা প্রদান করা হয়েছে। বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের উচ্চসীমায় ১০ বছরের শিথিলতা প্রদান করা হয়েছে।
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: নিয়োগের শর্তাবলী
যাঁরা প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদের জন্য নির্বাচিত হবেন তাঁরা প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য বিভাগের সঙ্গে যুক্ত থাকবেন যা পরে আরও এক বছরের জন্য বাড়ানো হতে পারে (সর্বাধিক মেয়াদ ৪ বছর)। প্রজেক্টের প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত কর্মক্ষমতার উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের পারিশ্রমিক ১ম বছরের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা, ২য় বছরের জন্য প্রতি মাসে ৪৫,০০০ টাকা, ৩য় বছরের জন্য প্রতি মাসে ৫০,০০০ টাকা, ৪র্থ বছরের জন্য প্রতি মাসে ৫৫,০০০ টাকা হবে।
advertisement
ট্রেনি ইঞ্জিনিয়ারদের জন্য নির্বাচিত প্রার্থীদের ২ বছরের প্রাথমিক সময়ের জন্য নিযুক্ত করা হবে, যা পরবর্তীতে প্রকল্পের প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত কর্মক্ষমতার ভিত্তিতে এক বছর (সর্বোচ্চ মেয়াদ ৩ বছর) পর্যন্ত বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের পারিশ্রমিক ১ম বছরের জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা, ২য় বছরের জন্য প্রতি মাসে ৩৫,০০০ টাকা, ৩য় বছরের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা হবে।
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত শূন্যপদে প্রার্থীদের তাঁদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। আবেদনকারীদের প্রাথমিক ভাবে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে উত্তীর্ণ হতে জেনারেল, ইডব্লুএস এবং ওবিসি বিভাগের প্রার্থীদের ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে এবং এসসি/এসটি/পিডব্লুডি বিভাগের প্রার্থীদের ৩০% নম্বর পেতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে চেন্নাইতে।
বিইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরি/ইডব্লুএস/ওবিসি প্রার্থীদের ৪৭২ টাকা দিতে হবে এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদের জন্য জেনারেল/ইডব্লিউএস/ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের টাকা দিতে হবে ১৭৭ টাকা দিতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক https://studycafe.in/wp-content/uploads/2022/10/BEL-Ltd-recruitmrnt-2022.pdf করে দেখতে পারেন।
Location :
First Published :
October 19, 2022 3:35 PM IST