TRENDING:

Howrah News: ৪ শতাব্দী প্রাচীন খালোর কালী মন্দির! জাগ্রত মায়ের কাছ থেকে কেউ হতাশ হয়ে ফেরেন না!

Last Updated:

Howrah News: কালী মায়ের কাছে নানা সমস্যা নিয়ে আসেন মানুষ! ভক্তদের নিরাশ করেন না মা-ও! দর্শনেই মায়ের কৃপা! দেখুন সেই কালী মায়ের ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: প্রায় ৪ শতাব্দী প্রাচীন খালোর কালী মন্দির,জাগ্রত মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে আসেন ভক্ত। প্রতিদিন সকাল সকাল সন্ধ্যা মায়ের পুজোর্চনা চলে, সকাল ৮ থেকে মায়ের মন্দিরের দ্বার খুলে শুরু হয় পুজো, দুপুরে পঞ্চ ব্যঞ্জন ভাজা সহযোগে ভোগ নিবেদন তার পর মায়ের বিশ্রাম দেওয়া হয়, আবার বিকেলে দ্বার খুলে দেওয়া হয়, সন্ধায় পুজো আনুষ্ঠিত হয় নিয়ম মেনে।
advertisement

জানা যায় রাজা কন্দর্প নারায়ণ স্বপ্নাদেশ পেয়ে প্রায় ৪৫০ বছর আগে খালোড় কালী মায়ের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বর্তমানে যে মূর্তি রয়েছে তা নিম গাছের এক কাঠের মূর্তি। দূর-দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় খালোড় কালী মন্দিরে। প্রতিবছর ভাদ্র মাস এবং পৌষ মাসে মায়ের পুজো উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়, বছরে দুইবার, প্রতি অমাবস্যায় নিয়ম মেনে যেমন বিশেষ পুজো হয়।

advertisement

আরও পড়ুন:  ফেক অ্যাকাউন্টে যুবকের প্রেমে পড়লেন একাধিক পুরুষ! ৮০ লক্ষ টাকা চুরি!

এই দীপান্বিতা কালী পুজোতেও মায়ের পুজো অনুষ্ঠিত হবে, তাতে একদিকে যেমন মায়ের মন্দির চত্বর সেজে উঠছে। তেমনি খলোর কালী মা নতুন রঙে সেজে উঠছে, প্রথা মেনে তিন বছর অন্তর খালোড় মা নতুন করে সেজে ওঠে, সেই মতো মায়ের মূর্তির নতুন রঙের কাজ চলছে। খালোড় কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে বুড়ো শিবের মন্দির পূর্বে মৃত্যুঞ্জয়ের মন্দির এবং উত্তরে মা শীতলা, তার অদূরেই রয়েছে বাবা ধর্মরাজ, খালোড় কালী মন্দিরে বংশ-পরম্পরায় পুরোহিত নিয়োজিত রয়েছেন, চার বংশের সেবাইত রয়েছেন, যারা বাংলা মাস অনুসারে সারা মাস জুড়ে মায়ের সেবা করেন। মায়ের পুজো নিয়ম বিধি মেনে অনুষ্ঠিত সাড়া বছর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ৪ শতাব্দী প্রাচীন খালোর কালী মন্দির! জাগ্রত মায়ের কাছ থেকে কেউ হতাশ হয়ে ফেরেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল