দুর্ঘটনা ঘটা মাত্রই স্থানীয় মানুষ আহতদের উদ্ধারকার্যে হাত লাগায়, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকেই আহতদের অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মত বৃহস্পতিবার মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দিলেন স্থানীয় বিধায়করা। বুধবার বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বাস চালক আমতা-২ ব্লকের ঝিকিরার বাসিন্দা বরুণ রায় এবং নওয়াপাড়ার বাসিন্দা বাসযাত্রী সুভাষ পাল।
advertisement
আরও পড়ুন: শ্যামা না, জলপরী ! বিকিনি থেকে অর্ন্তবাসে খেলছে শরীর! শ্বাসরুদ্ধ ছবিতে ভাইরাল নায়িকা
এদিন মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে চেক তুলে দেন বিধায়ক সুকান্ত পাল। বাসের অন্য এক যাত্রীর মৃত্যু হয় মৃতের নাম লুৎফন্নেসা বেগম তার বাড়ি আমতার খড়দহ তেতুলিয়া পাড়া। তার পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাঝি।বৃহস্পতিবার গ্রামীন হাওড়ার রানিহাটি আমতা রোডের পাঁচলা ধুলোরবাঁধ ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল।
রাকেশ মাইতি