সে দীর্ঘদিন সাঁতার প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করতে ছুটে যেতেন শহর হাওড়া থেকে বাগনানে। তার স্বপ্ন ছিল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তবে সে স্বপ্ন রয়ে গেছে অসম্পূর্ণ। সেই স্বপ্নের আবারও নতুন করে বীজ বোনা মেয়ের হাত ধরে।হাওড়ায় ডা: জিগারো কানো জুডো ট্রেনিং সেন্টারের ছাত্রী স্মিতা পাল।স্বর্ণ পদকের পাশাপাশি হাওড়ার এই ট্রেনিং সেন্টারে আসে ২ টি ব্রোঞ্জ পদক।
advertisement
আরও পড়ুনঃ সামনেই পুজো! অঙ্কুরহাটি পোষাক বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের
জাতীয় স্তরের এই পদক, অন্যান্য খেলোয়াড়দের প্রভাবিত করবে এবং খেলোয়াড়দের মান আরো উন্নত হবে বলে মনে করছেন হাওড়া ডা: জিগারো কানো জুডো ট্রেনিং সেন্টারের কোচ পার্থ সেনগুপ্ত। জাতীয় স্তরের ' ১ম মহিলা জুডো প্রতিযোগিতা ' মূলত মহিলাদের প্রতিভা তুলে ধরার জন্যই আয়োজিত হয়েছে। তিনি আরো জানান, জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় এই স্বর্ণপদক প্রায় ১৫-২০ বছর পর আবার বাংলায় যা অত্যন্ত গর্বের বিষয়।
Rakesh Maity