TRENDING:

Howrah News: এবার হাওড়া স্টেশনে মিলছে স্বাধীনতা সংগ্রামীদের হাতে তৈরি সংগঠনের হস্তশিল্প

Last Updated:

স্বাধীনতা সংগ্রামীদের হাতে তৈরি সংগঠনের হস্তশিল্প এবার খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে। তার জন্য যেতে হবে না বাঁকুড়া,পুরুলিয়া কিংবা বর্ধমান। এবার হাওড়া স্টেশনে পাওয়া যাবে, এই মূল্যবান শিল্পকলার সামগ্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : স্বাধীনতা সংগ্রামীদের হাতে তৈরি সংগঠনের হস্তশিল্প এবার খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে। তার জন্য যেতে হবে না বাঁকুড়া,পুরুলিয়া কিংবা বর্ধমান। এবার হাওড়া স্টেশনে পাওয়া যাবে, এই মূল্যবান শিল্পকলার সামগ্রী। শুধু হাওড়া স্টেশনের ফুড প্লাজা ও জন আহারের পাশে গেলেই দেখা মিলবে কাউন্টারের। দূর পাল্লার ট্রেনে আসা এবং সাধারণ জাতিরাও আকর্ষণের সঙ্গে কেনাকাটা করছে। মূলত বিভিন্ন মনমুগ্ধ করা হস্তশিল্পের সরঞ্জাম নজর কাড়ছে মানুষের, যেখানে বোলপুর শান্তিকেতনের আমার কুটির রুরাল ডেভেলপমেন্ট এর বিভিন্ন হস্তশিল্প পাওয়া যাবে এই বিপণন কেন্দ্রে।
advertisement

মাত্র হাতে গোনা কয়েকদিন উদ্বোধন এর মধ্যেই চাহিদার সঙ্গে বিকচ্ছে সামগ্রী। পুজোর মরশুমে আরও চাহিদা বাড়বে এমনটাই মনে করছেন কর্তৃপক্ষ। ইস্টার্ন রেলের ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের ও শান্তিনিকেতনের আমার কুটির এর যৌথ উদ্যোগে উদ্বোধন হল এই বিপনন কেন্দ্রের। আমার কুটির সোসাইটি অফ রুরাল ডেভলপমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক অমিয় ঘোষ জানান, এই সংগঠনটি স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামীরা ১৯২৩ সালে তৈরি করেছিলেন।

advertisement

তখন একদিকে স্বাধীনতা সংগ্রাম চলত একদিকে চলত এই সংগঠনের কাজ। মূলত পিছিয়ে পরা মহিলাদের জীবনে অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের জন্য এই সংগঠন তৈরি হয়েছিল। পাঞ্জাবি ও শারির উপর নকশা করে এই সংগঠন। পূর্ব রেলের মহিলা সংগঠন তাঁদের নিয়ে এই বিপনন কেন্দ্র চালু করেছে। তিনি বলেন যদি কোনও রেলের কর্মী আহত কিংবা অসুস্থ হন তাহলে তাঁরা তাঁদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের তৈরি হস্তশিল্প এই বিপনন কেন্দ্রে বিক্রি করবেন ।

advertisement

অমিও বাবু আরও জানান, হাওড়া স্টেশনে এই বিপণন কেন্দ্র ৩৬৫ দিন খোলা। রোজ সকাল ৯টা থেকে রাত্রি ৮.৩০ টা পর্যন্ত খোলা এই বিপণন কেন্দ্র। তবে পুজোর আগে আরও সময়সীমা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। এখানকার তৈরি হস্তশিল্প বিদেশেও খুব সুনামের সঙ্গে বিক্রি হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন যেমন কুয়েত , জাপান, বাহরিন, আমেরিকা সহ বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে এই সমস্ত সামগ্রী। জানা গিয়েছে এখানে ৩৮০০ রকমের আইটেম আছে। দাম ১২০ টাকা থেকে ২৫০০০ টাকার পর্যন্ত।

advertisement

আরও পড়ুনঃ সাঁতরাগাছি মিক্সড হাই স্কুলে বছরভর জমা থাকে জল, লাটে উঠছে পড়াশুনা!

বিভিন্ন রকম চামড়ার ব্যাগ, বাটিকের দ্রব্য ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দাম, ডোকরা শিল্পের সামগ্রী ২৫০ টাকা থেকে শুরু করে ২৫০০০ টাকা দাম। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের তৈরি নকশা করা শাড়ির মূল্য ১৫০০০ থেকে শুরু হয়ে ২০,০০০ টাকা পর্যন্ত , কাঁসা দিয়ে ডোকরা বড় বড় মূর্তি জোড়া ৫৬০০০ হাজার টাকা দাম। তিনি বলেন এইসব মূর্তির দুটোর ওজন প্রায় ৩০ কিলো। এছাড়া কাঠের নকসা করা সামগ্রী বেশ ভালই বিক্রি হচ্ছে হাওড়া স্টেশনে। তিনি বলেন বিকেলের দিকে যারা দূরপাল্লার ট্রেনে উঠছেন তাঁরা বেশি করে কিনছেন। পুজোর আগে বেশ ভালই বিক্রি হবে বলেন জানান অমিওবাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এবার হাওড়া স্টেশনে মিলছে স্বাধীনতা সংগ্রামীদের হাতে তৈরি সংগঠনের হস্তশিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল