Howrah News: সাঁতরাগাছি মিক্সড হাই স্কুলে বছরভর জমা থাকে জল, লাটে উঠছে পড়াশুনা!

Last Updated:

বছর ভোর স্কুলে জমা জল, স্কুলে পঠন পাঠন চলে এক তলাতে। স্কুলের ক্লাস রুমে মধ্যেই খেলে বেড়াচ্ছে মাছ। নিচের তলায় হাঁটুর উপর জমা জল, সারা বছর জল জমে স্কুলের দেওয়ালে শ্যাওলা জমেছে, কাঠের দরজা জলে ডুবে রয়েছে।

+
title=

#হাওড়া : বছর ভোর স্কুলে জমা জল, স্কুলে পঠন পাঠন চলে এক তলাতে। স্কুলের ক্লাস রুমে মধ্যেই খেলে বেড়াচ্ছে মাছ। নিচের তলায় হাঁটুর উপর জমা জল, সারা বছর জল জমে স্কুলের দেওয়ালে শ্যাওলা জমেছে, কাঠের দরজা জলে ডুবে রয়েছে। জমা জলে বারান্দায় স্থানীয় ছেলেরা এসে স্কুলের মধ্যে থেকেই মাছ ধরছে, সে ঘটনাও চোখে পড়ে মাঝে মধ্যে। ইদানিং জেলা জুড়ে ডেঙ্গুর আতঙ্ক বেড়েছে। জমা জলে মশা জন্মাতে পারে।
স্কুলের গ্রাউন্ড ফ্লোর দীর্ঘদিন ধরে ব্যবহার অযোগ্য জমা জলের কারণে, একতলার পঠন পাঠন চলে তবে একতলায়যাবার সিঁড়িতে জমা জল, তাই একতলায় যেতে বাইরে থেকে একটি লোহার সিঁড়ি ব্যবহার করা হয়। তাতেই ছাত্র-ছাত্রী শিক্ষক যাতায়াত করেন। রাজ্য সরকারের অধীনস্থ এটি তেলেগু মাধ্যম সাঁতরাগাছি মিক্সড হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক বিষয়ে জানান, জল সারা বছর জমে থাকে, স্কুলের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয় সর্বদা।
advertisement
advertisement
তিনি আরও জানান, স্কুলটি রেল কর্তৃপক্ষের জমির উপর লিজে রয়েছে। জমা জলমুক্ত করতে রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন উভয়কেই জানানো হয়েছে, জমা জল মুক্ত করা সম্পূর্ণ রূপে সম্ভব হচ্ছে না সাঁতরাগাছি রেল স্টেশনে নির্মাণ কাজ চলার কারণে। তবে সারা বছর জল জমে থাকলেও, জমা জল কিছুটা কম হয় গ্রীষ্মকালে। স্টেশনের নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জমা জলমুক্ত করা সম্ভব নয়, জানিয়েছে নির্মাণকারী সংস্থা এমনটাই জানা যায় স্কুল সূত্রে।
advertisement
 
 
 
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: সাঁতরাগাছি মিক্সড হাই স্কুলে বছরভর জমা থাকে জল, লাটে উঠছে পড়াশুনা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement