প্রাক্তন শিক্ষক সুভাষ জাটির স্বপ্ন গ্রাম থেকেই ছেলেরা পৌছে যাবে, আন্তর্জাতিক স্তরের মঞ্চ বা অলিম্পিকে। সেই লক্ষ্য মাত্রা নিয়েই গত ন বছর ধরে গ্রামে শিশু বয়স থেকেই ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন সুভাষ বাবু। তিনি জানান, তার এই প্রশিক্ষণ শিবিরে জিমন্যাস্টিক অনুশীলনের নেই কোন আধুনিক সরঞ্জাম, গ্রামীন এলাকার বাঁশ, কাঠ, গাছে দড়ি বেঁধেই সরঞ্জাম তৈরি করেন রোমান রিং, ব্যালান্সিং বীন, টেবিল ভল্ট, প্যারালাল বার, সিঙ্গেল বারের মত খেলা।
advertisement
রপ্রতিদিন জিমন্যাস্টিক অনুশীলন চলে প্রশিক্ষক সুভাস জাটিক বাড়ির পিছনের তার জমিতে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে কচিকাচাদের গত ন বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। ছাত্রের সংখ্যা প্রায় ৬০ জন। সুভাষ জাটি এবং তার এক ছাত্র মিলেই এই ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন, গ্রামের মানুষের মাসিক টাকা দেওয়ার ক্ষমতা নেই। সুভাষ জাটি জানান, নিজের থেকেই বেশিরভাগ অর্থ দিয়ে সরঞ্জাম তৈরি করা বা কেনা।
আরও পড়ুনঃ ইচ্ছের কাছে হার মানল প্রতিবন্ধকতা, বিশেষভাবে সক্ষমদের আন্তর্জাতিক টি-২০ সিরিজ নদিয়ায়
এই কাঠ বা বাঁশের তৈরি সরঞ্জামে অনুশীলন করে ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কোন অংশেই পিছিয়ে নেই শহরে বা যারা আধুনিক সরঞ্জামে প্র্যাকটিস করা তাদের থেকে। আধুনিক সরঞ্জাম পেলে হয়তো এগিয়ে যাবে আরও অনেক দূর। সরকারি সহযোগিতা আশায় রয়েছেন সকলেই। তবে আন্তর্জাতিক স্তরে পৌছানের আশা ছাড়েননি কেউ।
RAKESH MAITY