ইচ্ছের কাছে হার মানল প্রতিবন্ধকতা, বিশেষভাবে সক্ষমদের আন্তর্জাতিক টি-২০ সিরিজ নদিয়ায়
Last Updated:
বিশেষভাবে সক্ষমদের নিয়ে নদিয়ার শান্তিপুরে আযোজিত হল আন্তর্জাতিক স্তরের টি-২০ প্রতিযোগিতা। অংশ নিল ভারত ও বাংলাদেশের দল।
নদিয়া: বর্তমানে দেশের সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট দেখতে অথবা খেলতে আট থেকে আশি সকলেই পছন্দ করেন। তবে অনেকেই আছে যারা চাইলেও ক্রিকেট খেলতে পারেন না। শারীরিক বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার জন্য তারা চাইলেও পারেন না খেলাধুলা করতে। এবার বিশেষভাবে সক্ষমদের নিয়ে নদিয়ার শান্তিপুরে আযোজিত হল আন্তর্জাতিক স্তরের টি-২০ প্রতিযোগিতা
তবে অন্যান্য ক্রিকেট সিরিজের মধ্যে এই ক্রিকেট সিরিজের রয়েছে তফাৎ। এই ক্রিকেট সিরিজের খেলবে শুধুমাত্র দিব্যঙ্গ ব্যক্তিরাই। নদিয়া শান্তিপুরে আন্তর্জাতিক ক্রিকেট টি-টোয়েন্টি সিরিজের অংশগ্রহণ করল ভারত এবং বাংলাদেশ। খেলোয়ার থেকে দর্শক সকলেরই উন্মাদনা ছিল এদিন মাঠে চোখে পড়ার মতো। উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখল ক্রীড়া প্রেমিরা।
শান্তিপুরে এই প্রথম অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ক্রিকেট টি-টোয়েন্টি ২০২২ মৈত্রী সিরিজ। সিরিজটি পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল দিব্যং ক্রিকেট এসোসিয়েশন। সিরিজের দ্বিতীয় দিনে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হয়। তবে এই সিরিজে দুদলেরই প্রত্যেক খেলোয়াড় বিশেষভাবে সক্ষম। শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করেও ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছেন।
advertisement
advertisement
এই সিরিজ অনুষ্ঠিত হয় শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ময়দানে। সিরিজের শুরুতেই প্রত্যেক খেলোয়াড়কে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। খেলা দেখতে আসা সকলেই এই প্রতিযোগিতা উপভোগ করেন।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
November 22, 2022 4:48 PM IST
