বাঁ পা ফোলা-হালকা চোট! সৌদি আরবের বিরুদ্ধে কী খেলবেন মেসি, জানা গেল বড় আপডেট

Last Updated:
সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা। তার আগে মেসির চোট নিয়ে চলছে জল্পনা। অবশেষে নিজেই মুখ খুললেন মেসি।
1/6
দোহায় পৌছ প্রথম ২ দিন দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। একা থাকছিলেন হোটেলের ঘরে। একাই করছিলেন অনুশীলন। যা নিয়ে কৌতুহল জেগেছিল সকল ফুটবল প্রেমিদের মধ্যে। তাহলে কী চোট রয়েছে মেসির।
দোহায় পৌছ প্রথম ২ দিন দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। একা থাকছিলেন হোটেলের ঘরে। একাই করছিলেন অনুশীলন। যা নিয়ে কৌতুহল জেগেছিল সকল ফুটবল প্রেমিদের মধ্যে। তাহলে কী চোট রয়েছে মেসির।
advertisement
2/6
তার মধ্যে সোমবার অনুশীলনের সময় মেসিকে দেখে সেই জল্পনা আরও বেড়ে যায়। কারণ অনুশীলনের সময় দেখা যায় তাঁর বাঁ পা কিছুটা ফোলা। হালকা চোটও ছিল বলে জানা যায়। ফলে প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে প্রশ্নটা আরও প্রকট হয়।
তার মধ্যে সোমবার অনুশীলনের সময় মেসিকে দেখে সেই জল্পনা আরও বেড়ে যায়। কারণ অনুশীলনের সময় দেখা যায় তাঁর বাঁ পা কিছুটা ফোলা। হালকা চোটও ছিল বলে জানা যায়। ফলে প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে প্রশ্নটা আরও প্রকট হয়।
advertisement
3/6
এদিন অনুশীলনের পর নিজেই সাংবাদিক বৈঠকে আসেন মেসি। সেখানে এসে যাবতীয় জল্পনার অবসান ঘটান তিনি। জানিয়ে দেন তার শারীরিক ভাবে কোনও সমস্যা নেই। পুরোপুরি ফিট রয়েছেন। বিশ্বকাপ অভিযান শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন তিনিও।
এদিন অনুশীলনের পর নিজেই সাংবাদিক বৈঠকে আসেন মেসি। সেখানে এসে যাবতীয় জল্পনার অবসান ঘটান তিনি। জানিয়ে দেন তার শারীরিক ভাবে কোনও সমস্যা নেই। পুরোপুরি ফিট রয়েছেন। বিশ্বকাপ অভিযান শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন তিনিও।
advertisement
4/6
তবে তার যে হালকা চোট ছিল সেই কথা স্বীকার করেছেন লিও। বলেছেন,আমার হালকা একটা চোট ছিল। তাই সাবধানতা রাখতেই একা অনুশীলন করি। এতে অস্বাভাবিক কিছু নেই। একটা অন্য সময় বিশ্বকাপ হচ্ছে এ বার। শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।
তবে তার যে হালকা চোট ছিল সেই কথা স্বীকার করেছেন লিও। বলেছেন,আমার হালকা একটা চোট ছিল। তাই সাবধানতা রাখতেই একা অনুশীলন করি। এতে অস্বাভাবিক কিছু নেই। একটা অন্য সময় বিশ্বকাপ হচ্ছে এ বার। শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।
advertisement
5/6
বিশ্বকাপের জন্য আলাদা কোনও স্পেশাল প্রস্তুতি নেননি বলেই জানিয়েছেন আধুনিক ফুটবলের জাদুকর। খেলার মধ্যে থাকালীনই এবারের বিশ্বকাপ। তাই আলাদা করে কোনও প্রস্তুতি নেওয়ার দরকার পরেনি বলেই জানিয়েছেন মেসি।
বিশ্বকাপের জন্য আলাদা কোনও স্পেশাল প্রস্তুতি নেননি বলেই জানিয়েছেন আধুনিক ফুটবলের জাদুকর। খেলার মধ্যে থাকালীনই এবারের বিশ্বকাপ। তাই আলাদা করে কোনও প্রস্তুতি নেওয়ার দরকার পরেনি বলেই জানিয়েছেন মেসি।
advertisement
6/6
প্রথম ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী লিওনেল মেসি। যেভাবে এতদিন খেলে এসেছেন তারা সেই ধারাবাহকতাই ধরে রাখতে চান মেসি। শেষে বলেছেন,'এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।'
প্রথম ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী লিওনেল মেসি। যেভাবে এতদিন খেলে এসেছেন তারা সেই ধারাবাহকতাই ধরে রাখতে চান মেসি। শেষে বলেছেন,'এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।'
advertisement
advertisement
advertisement