আরও পড়ুন: সেতুর অভাবে আজও মূল ভূখণ্ড থেকে বঞ্চিত মালদহের দুই গ্রাম
শিকার উৎসবে বন্যপ্রাণের নির্বিচার হত্যা বন্ধ করতে জেলাজুড়ে নজরদারি জোরদার করেছে বন দফতর। পরিবেশপ্রেমী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও এই উদ্যোগে সামিল করা হয়েছে। ফেরিঘাট, রেলস্টেশনে বেশি করে নজর রাখা হচ্ছে যাতে বন্যপ্রাণীদের হত্যা করে বা আহত করে কেউ অন্যত্র পাচার করতে না পারে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষও অনেকটা সচেতন হয়েছে। আর তার ফলেই আহত অবস্থায় এই গন্ধগোকুলটিকে উদ্ধার করা সম্ভব হয়।
advertisement
প্রথমে শিকার উৎসবে বন্যপ্রাণীদের হত্যার ঠেকাতে কর্তব্যরত স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেদের নজরে পরে আহত গন্ধগোকুলটি। এরপর স্থানীয় সুকুমার সিংহ এবং সঞ্জু বিলুইয়ের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়। খবর দেয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য দিব্যেন্দু চৌধুরী ও সৌরভ দত্ত’কে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে খবর দেন বন দফতরে। এরপর বনকর্মীরা গন্ধগোকুলটিকে নিয়ে যায়। সূত্রের খবর তাকে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর আবার বনে ছেড়ে দেওয়া হবে।
রাকেশ মাইতি